ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে নাটোরে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৭:১৭, ৭ ডিসেম্বর ২০১৭

বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে নাটোরে পরিচ্ছন্নতা অভিযান

মঙ্গলবার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে পরিবেশ সচেতনা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা নাটোর রেল স্টেশনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং প্রচারপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি সৈয়দ নাজমুল হুদা, ইংরেজী বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক মোঃ হামিদুর রহমান ও প্রভাষক মোঃ আতাউল করিম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ শাজাহান আলী, প্রমুখ। ক্লাবের সদস্যগণ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রেল স্টেশনের বিভিন্ন স্থানে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করে। বিজ্ঞপ্তি
×