ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে ব্রিজ মেরামতে সময় লাগবে ৭ দিন

প্রকাশিত: ০৭:১৫, ৭ ডিসেম্বর ২০১৭

সিরাজদিখানে ব্রিজ মেরামতে সময় লাগবে ৭ দিন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে বেইলি ব্রিজ নিয়ে খালে পড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক দুই দিনেও উদ্ধার হয়নি। এদিকে সেতুটি সংস্কার করে চালু করতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে পড়ে সিরাজদিখানের রশুনিয়ায় বিকল্প একশ ফুট দীর্ঘ বেইলি ব্রিজ। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার দুইটি উপজেলার সঙ্গে ঢাকায় সড়ক যোগাযোগ। এখন বিশ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। অনেক চেষ্টায় ট্রাকটি বুধবারও উদ্ধার সম্ভব হয়নি। বেইলি ব্রিজ সরিয়ে এটি উদ্ধারের কাজ চলছে। এতে নানা ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রী সাধারণ। বিড়ম্বনা কমাতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সাত দিনের মধ্যে ব্রিজটি সংস্কারের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে অতিরিক্ত পাথরবাহী ট্রাক নিয়ে ভেঙ্গে পড়ে উপজেলার রশুনিয়া খালের ওপর ছয় মাস আগে নির্মিত বিকল্প বেইলি ব্রিজটি।
×