ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ মুক্ত দিবস পালন

প্রকাশিত: ০৭:১৩, ৭ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জ মুক্ত দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ ৬ ডিসেম্বর ছিল এক ঐতিহাসিক মুহূর্তের দিন। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে জেলা শহরসহ আশপাশ এলাকা নিয়ে গঠিত হবিগঞ্জ সদর মুক্ত করেছিল আব্দুস শহীদ, এ্যাডভোকেট তোরাব আলীসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধা। আর এই দিনটিকেই চির অম্লান রাখতে ৭১ সালের সেই ঘটনাবহুল বহু স্মৃতি স্মরণ করানো এবং রাজাকার-আলবদর ও আলশামস মুক্ত বিশ্বমানের নতুন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৬ ডিসেম্বর দিনটি তরুণ প্রজন্মকে উৎসর্গ করতেই হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দিনভর নানা কর্মসূচীর আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সভাপতি মনীষ চাকমার নেতৃত্বে সকাল সোয়া ৯টার দিকে শহরে কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের সার্বিক তত্ত্বাবধানে বের করা হয় এক শোভাযাত্রা। শোভাযাত্রায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা, এডিশনাল এসপি মোঃ হায়াতুন্নবী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, ডেপুটি কমান্ডার এ্যাডভোকেট গৌর প্রসাদ রায়, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তোরাব আলী, এডিসি (সার্বিক) ফজলুর রহমান পাবেল, সদর ইউএনও এটিএম আজহারুল ইসলাম, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান কমান্ড ইউনিটের নেতা গাউছ অংশ নেন। পরে ডিসি মনীষ চাকমার সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।
×