ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ০৭:১২, ৭ ডিসেম্বর ২০১৭

অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা বুধবার সকালে জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সহকারী প্রধান শিক্ষক মিঠুন চক্রবর্তীর সঞ্চালনায় ও আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের রেকটর প্রাণতোষ কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান থ ছিলেন স্কুলের চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের বাটাজোর শাখার রেকটর সদানন্দ চক্রবর্তী প্রমুখ। দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, রংপুর, ০৬ ডিসেম্বর ॥ সাংবাদিকরা দুদকের সহায়ক শক্তি। এই সহায়ক শক্তি যত বেশি শক্তিশালী হবে তত দ্রুত দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কেননা সামাজিক আন্দোলন গড়ে তুলে দুর্নীতির মূলোৎপাটন করা সম্ভব। বুধবার দুপুরে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুদক এবং আরডিআরএস এর সহযোগিতায় রংপুর সাহিত্য পরিষদ হলরুমে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুরের সভাপতি উপাধ্যক্ষ রকিবুল হাসান বুলবুল এর সভাপতিত্বে বক্তব্য দেন, দুদক রংপুরের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও অন্যান্যরা।
×