ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যাকশন-রোমান্সে ‘চল পালাই’

প্রকাশিত: ০৬:৩৮, ৭ ডিসেম্বর ২০১৭

এ্যাকশন-রোমান্সে ‘চল পালাই’

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস নির্মাণ করছেন ‘চল পালাই’ নামে চলচ্চিত্র। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা। আগামীকাল মহাসমারোহে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ খ্যাত নির্মাতা দেবাশীষ বিশ্বাসের চতুর্থ ছবি ‘চল পালাই’। রোমান্টিক-কমেডি ও এ্যাকশন ধাঁচের এ সিনেমাটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নির্মিত হয়েছে। দেশের বাইরে মালয়েশিয়াও ছবিটি মুক্তি দেওয়া হবে। ছবিটির প্রসঙ্গে আনন্দকণ্ঠের সঙ্গে কথা বলেন তমা মির্জা, শিপন ও দেবাশীষ বিশ্বাস। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জার কাছে আনন্দকণ্ঠের পক্ষ থেকে প্রথমেই প্রশ্ন রাখি। তিনি জানান, এই ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। দেবাশীষ বিশ্বাসের ছবি মানেই অন্যরকম সাড়া। এর আগে দাদার যে কটি ছবি মুক্তি পেয়েছে প্রতিটি ছবিই দর্শক বেশ ভালভাবেই গ্রহণ করেছেন। এই ছবিটির গল্প এমন সবার ভাল লাগবে। ‘চল পালাই’ ছবিটি প্রসঙ্গে জানতে চাই? চল পালাই দেবাশীষ দাদার ভাল চলচ্চিত্রের মধ্যে অন্যতম চলচ্চিত্র। অনেক যতেœর সঙ্গে সবাই কাজ করেছি। ‘চল পালাই’ দেখলে দর্শক অনেক আনন্দ পাবেন। ছবিতে আমার চরিত্রের নাম সোনিয়া। এই ছবিতে একটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছি আমি। আমি শিপনকে ভালবাসি, পরিবার মেনে না-নিলে আমরা পালিয়ে যাই। রাস্তায় লিফট নেই শাহ রিয়াজের। এখান থেকে ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা। শাহরিয়াজ আমাকে ভালবেসে ফেলে। গল্পের গতি এখান থেকে বাড়তে থাকে। প্রশ্ন করি, দেবাশীষ বিশ্বাসের সাথে প্রথমবারের মতো কাজ করলেন, কাজ করার অভিজ্ঞতা কেমন? অনেক ভাল। তার সঙ্গে প্রথম কাজ করলেও তার সঙ্গে অনেক আগে থেকেই ভাল সম্পর্ক। সে আমার অভিভাবক ও বন্ধুর মতো। তিনি সব সময় আড্ডার মধ্যে দিয়ে কাজ বের করে নিয়েছেন। অসম্ভব ভাল একজন মানুষ তিনি। খুব নিখুঁতভাবে কাজ করেন। ছবিটি নিয়ে কতটুকু আশাবাদী আপনি? ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। অনেক যতেœর সঙ্গে সবাই কাজ করেছি। চল পালাই দেখলে দর্শক অনেক আনন্দ পাবেন। আমি অনেক অনেক আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। আমার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র গেম রিটার্নস যেমন দর্শকের কাছে ভাল লেগেছে। আমি ঠিক তেমনিই আশাবাদী চল পালাই নিয়েও যে এটি দর্শকের মন জয় করবে। তমার কথার শেষ না হতেই শিপনের কাছে জানতে চাওয়া হলে শিপন বলেন, এই বছর ‘চল পালাই’ মুক্তির মাধ্যমে মাত্র দুটি ছবি মুক্তি পাবে আমার। আমি এ-বছরে যে কষ্ট করেছি, তার ফল আগামী বছরে পাব। ‘মাতাল’ ও ‘জান’ ছাড়াও ৪টি ছবির কাজ সম্পন্ন হয়েছে। নতুন আরও দুটি ছবিতে কাজ করব নতুন বছরে। ‘চল পালাই’ প্রসঙ্গে শিপন বলেন, কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে দেবাশীষ বিশ্বাস দাদা খুব ভাল একজন নির্মাতা, এর বাইরে তিনি একজন ভাল মানুষ। উপস্থাপক হিসেবেও তিনি খুব ভাল, ‘চল পালাই’ ছবির কাজটি করেছি আনন্দের সঙ্গে। তিনি আড্ডা, পিকনিকের মতো করে সবার কাজ আদায় করে নিয়েছেন। ‘চল পালাই’ আমার পঞ্চম ছবি। এই ছবিতে আমি পাগল প্রেমিক চরিত্রে অভিনয় করেছি। হাতে রয়েছে আরও কয়েকটি ছবি। ‘চল পালাই’ ছবিতে কাজ করে আমি খুব হ্যাপি। আগে আমার যে চারটি ছবি মুক্তি পেয়েছে, এই চারটি ছবির বাইরের একটির চরিত্রে অভিনয় করেছি। নতুনভাবে দর্শক আমাকে দেখতে পাবেন। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বিচার করবেন। তারপর প্রশ্ন রাখা হয় ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাসের কাছে। ৪ বছর পর নির্মাণ করলেন চল পালাই সিনেমাটি। এই লম্বা বিরতির কারন কি? লম্বা বিরতির কারণ হলো টেলিভিশন প্রোগ্রাম এ সময় দিতে হয়েছে। টেলিভিশন চাহিদা অনেক বেশি। চাহিদা এখনও আছে। তখন প্রোগ্রাম এর প্রেসার বেশি ছিল যার কারনে সিনেমা বানানোর সময় খুব কম পেয়েছি। যার কারণে লম্বা বিরতি ছিল। এখন থেকে আর লম্বা বিরতি হবে না। চল পালাই ছবিটি সম্পর্কে পরিচালক থেকে জানতে চায়? আনন্দকণ্ঠকে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এটা একটা রোমান্টিক থ্রিলার সিনেমা। এ কারণে এখানে রোমান্স ও থ্রিল রয়েছে; রয়েছে অনেক কমেডি। ছবির গান গুলোতে দর্শক ভিন্নতা পাবেন। কারণ, গল্পের প্রয়োজনে সেখানেও কিছু চমক রয়েছে। পূর্ণ চলচ্চিত্র বলতে দর্শক যা চায়, এই ছবিতে তাই রয়েছে। আমি মনে করি দর্শক আমার আগের ছবির মতো এই ছবিটিও পছন্দ করবেন।’ প্রথমবারের মতো নিজের সচরাচর করা সিনেমার ধারা থেকে বেরিয়ে ‘চল পালাই’ নির্মাণ আমার এক অন্যরকম চ্যালেঞ্জ। কতটি হলে ছবিটি মুক্তি পাবে? ৮০ থেকে ১০০ হলে মুক্তি পাবে। ছবিটির নাম কেন ‘চল পালাই’? ‘চল পালাই’ রাখলাম এ জন্য এ ছবিতে একটি মেয়েকে কেন্দ্র করে দুটি ছেলে মেয়েটিকে নিয়ে একজন পালিয়ে যায় আবার পরবতীতে ঐ মেয়েটিকে নিয়ে আরেক হিরো ঐ ছেলের হাত থেকে নিয়ে পালিয়ে যায়। অনেক পালানোর বিষয় বস্তু আছে। তাই ছবির নাম চল পালাই। প্রথমবারের মতো শিপন, তমা মির্জা ও শাহ রিয়াজকে নিয়ে কাজ করেছেন। তাদের নিয়ে কতটা আশাবাদী আপনি? তিনি বলেন, তিন প্রধান চরিত্র নিয়েই দারুণ আশাবাদী । আনন্দকণ্ঠ ডেস্ক
×