ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও দেড় লাখ টন চাল আমদানিরসিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:৩১, ৭ ডিসেম্বর ২০১৭

আরও দেড় লাখ টন চাল আমদানিরসিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য ঘাটতি পূরণে সরকারী পর্যায়ে ভারত থেকে আরও দেড় লাখ টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই চাল আমদানি করতে প্রতি টনের দাম পড়বে ৪৪০ ডলার। এ হিসাবে সরকারের মোট ব্যয় হবে ৫৪৭ কোটি ৮০ লাখ টাকা। চালের পাশাপাশি ৫০ হাজার টন গম আমদানিসহ ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
×