ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের নারীদের জন্য আইএফসির নতুন উদ্যোগ

প্রকাশিত: ০৬:২৭, ৭ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের নারীদের জন্য আইএফসির নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের নারীদের জন্য আইএফসি নিয়ে এল নতুন উদ্যোগ। নারীদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অন্তর্ভূক্তি বাড়াতেই এই উদ্যোগের আয়োজন। বুধবার ঢাকায় ‘ক্লোজিং দি জেন্ডার গ্যাপ ইন মোবাইল ফিন্যান্সিয়াল ইকুয়েশন’ শীর্ষক অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের ডেপুটি গভর্নর এস. কে. সূর চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত সিসেল ব্লেকেন। বাংলাদেশের কিছু স্থানে ব্যাংকের শাখা ও ব্যাংকিং কর্মকা- অপ্রতুল। উক্ত স্থানে নারীদের অর্থনৈতিক সেবার আওতায় আনা প্রয়োজন। এটি সম্ভব হবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)-এর মাধ্যমে। উল্লেখিত আয়োজনটি এমএফএস এর মাধ্যমে আইএফসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগেরই একটি অংশ। এই অংশীদারভিত্তিক প্রকল্পে সহযোগিতা করেছে বিশ্বব্যাংক গ্রুপের ‘আমব্রেলা ফ্যাসিলিটি ফর জেন্ডার ইক্যোয়ালিটি’।
×