ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘আগোরা আমেরিকান এক্সপ্রেস কার্ড’ চালু করল সিটি ব্যাংক

প্রকাশিত: ০৬:২৭, ৭ ডিসেম্বর ২০১৭

‘আগোরা আমেরিকান এক্সপ্রেস কার্ড’ চালু করল সিটি ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগোরা সুপারস্টোরে বাকিতে কেনাকাটার জন্য ‘আগোরা আমেরিকান এক্সপ্রেস কার্ড’ নামে নতুন একটি কার্ড সেবা চালু করেছে বেসরকারী খাতের সিটি ব্যাংক। আগোরা ছাড়াও দেশ- বিদেশের সর্বত্রই এই কার্ড ব্যবহার করা যাবে। তবে আগেরায় কেনাকাটার জন্য থাকবে ‘আপনজন রিওয়ার্ডস পয়েন্টস’সহ বেশ কিছু বাড়তি সুবিধা। প্রতি ১০০ টাকায় ১০ রিওয়ার্ড পয়েন্টস করে যোগ হবে যা ১০ টাকার সমান হবে। অর্থাৎ ১০০ টাকার কেনাকাটা করলে প্রকৃত ব্যয় হবে ৯০ টাকা। এই কার্ডের শুরুতেই ২ হাজার টাকা মূল্যের একটি ‘উপহার ভাউচার’ পাবেন গ্রাহকরা যা দিয়ে আগোরা সুপারস্টোরে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করা যাবে। বুধবার রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব, ভাইস চেয়ারপার্সন তাবাস্সুম কায়সার, প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন, আমেরিকান এক্সপ্রেসের দক্ষিণ এশিয়া ও অষ্ট্রেলিয়া অঞ্চলের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের রিজিওনাল প্রেসিডেন্ট সঞ্জয় ঋষি, রহিমআফরোজ সুপারস্টোরস লিমিটেডের চেয়ারম্যান নিয়াজ রহিম ও প্রধান নির্বাহী ফরহাদ এফ আহমেদ উপস্থিত ছিলেন।
×