ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট থেকে বাদ যাচ্ছে ৩২ প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৬:২৬, ৭ ডিসেম্বর ২০১৭

ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট থেকে বাদ যাচ্ছে ৩২ প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছরে ন্যূতম ৫ কোটি টাকা ভ্যাট পরিশোধে অক্ষম দেশের ৩২ কর্পোরেট কোম্পানিকে বৃহৎ করদাতা ইউনিট, ভ্যাট (এলটিইউ) থেকে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর বিপরীতে ভ্যাট দিতে সক্ষম ৪২ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করতে চায় তারা। এ সংক্রান্ত প্রস্তাব এনবিআরকে পাঠানো হয়েছে। এলটিইউ কমিশনার জানান, তাদের উদ্যোগ বাস্তবায়ন হলে মোট ভ্যাটের ৮০ শতাংশ আদায় সম্ভব। বিশ্লেষকরাও মনে করেন, বড় প্রতিষ্ঠানগুলোকে একক নিবন্ধনের আওতায় আনা গেলে কর ফাঁকির সুযোগ কমবে। সারাদেশের সব কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত ভ্যাট বা মূসক আদায় করে আসছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট-ভ্যাট এলটিইউ। এ দফতরে এমন তালিকাভুক্ত কর্পোরেট প্রতিষ্ঠানের সংখ্যা এখন ১৭০টি। নিয়ম অনুযায়ী, এলটিইউ আওতাভুক্ত প্রতিষ্ঠানকে বছরে অন্তত ৫ কোটি টাকা ভ্যাট দিতে হয়। এর আওতাধীন এমন অন্তত ৩২ প্রতিষ্ঠান রয়েছে যারা গত তিন বছরে তা পরিশোধ করতে পারেনি।
×