ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ৮৮ শতাংশ ঝুঁকিপূর্ণ কোম্পানি

প্রকাশিত: ০৬:২২, ৭ ডিসেম্বর ২০১৭

দরবৃদ্ধির শীর্ষে ৮৮ শতাংশ ঝুঁকিপূর্ণ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবারের লেনদেনে দরবৃদ্ধির শীর্ষ আটে উঠে এসেছে ৭টি বা ৮৮ শতাংশ ঝুঁকিপূর্ণ কোম্পানি। যার সব কয়টি সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। এছাড়া ৬টি কোম্পানি লোকসানে রয়েছে। আর ১টি কোম্পানি কারখানা ভাড়া দিয়ে নামমাত্র মুনাফায় রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো - সমতা লেদার কমপ্লেক্স, জিল বাংলা সুগার মিলস, মডার্ন ডাইং এ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, শ্যামপুর সুগার মিলস, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও দুলামিয়া কটন। এর সব কোম্পানি সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। এছাড়া মডার্ন ডাইং ছাড়া বাকি ৬ কোম্পানি লোকসানে রয়েছে। এদিন ৯.৮৩ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষ অবস্থানে রয়েছে সমতা লেদার। এছাড়া ৯.৬০ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস, ৮.৬০ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে মডার্ন ডাইং, ৮.৪৬ শতাংশ বেড়ে চতুর্থ স্থানে শ্যামপুর সুগার মিলস, ৭.৭৫ শতাংশ বেড়ে পঞ্চম স্থানে জুট স্পিনার্স, ৬.২২ শতাংশ বেড়ে ষষ্ঠ স্থানে মেঘনা কনডেন্সড মিল্ক ও ৪.৯৮ শতাংশ বেড়ে অষ্টম স্থানে রয়েছে দুলামিয়া কটন।
×