ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

প্রকাশিত: ০৬:২২, ৭ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৩ কোটি ৭০ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর বিনিয়োগকারীদের মুনাফা তোলার গতি বাড়তে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৯০ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, গোল্ডেন হার্ভেস্ট, বিডি থাই, প্রিমিয়ার সিমেন্ট, গ্রামীণফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, জাহিন স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট ও লঙ্কাবাংলা ফাইনান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সিএপিবিএল মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট, রেনউইক যজ্ঞেশ্বর, লিগ্যাসি ফুটওয়ার, সিভিও পেট্রো কেমিক্যাল, পদ্মা লাইফ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আইসিবিএএমসিএল ২য় এনআরবি মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড ও জাহিন স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, পিপলস লিজিং, পূবালী ব্যাংক, বিডি অটোকার, পেনিনসুলা চট্টগ্রাম, আইসিবি ইসলামী ব্যাংক, বিডিকম, স্ট্যান্ডার্ড ব্যাংক, এসআইবিএল ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জাহিন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, বিডি থাই, বিএসআরএম লিমিটেড, লঙ্কাবাংলা ফাইনান্স ও নূরানী ডাইং।
×