ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণ বাঙালী জাতির একার নয়, সারা পৃথিবীর ॥ নাহিদ

প্রকাশিত: ০৫:৫৬, ৭ ডিসেম্বর ২০১৭

৭ মার্চের ভাষণ বাঙালী জাতির একার নয়, সারা পৃথিবীর ॥ নাহিদ

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ৭ মার্চের ভাষণ বিশ্ব মানবসভ্যতা ও ঐতিহ্যের অংশ হিসেবে গৃহীত হয়েছে। এ ভাষণ এখন শুধু আর বাঙালী জাতির একার নয়। সারা পৃথিবীর মানুষের। পৃথিবীর শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষ এ বক্তৃতা থেকে অনুপ্রেরণা লাভ করবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো’র ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
×