ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরকে হারিয়েছে ঢাকা

জয় দিয়েই লীগপর্ব শেষ করল কুমিল্লা

প্রকাশিত: ০৫:৫৬, ৭ ডিসেম্বর ২০১৭

জয় দিয়েই লীগপর্ব শেষ করল কুমিল্লা

মিথুন আশরাফ ॥ হার দিয়ে এবারের বিপিএল মিশন শুরু হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। জয় দিয়ে লীগপর্ব শেষ করল। বুধবার সিলেট সিক্সার্সকে ২৫ রানে হারিয়েছে কুমিল্লা। এর আগে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়ে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। আগে ব্যাট করার সুযোগটি পেয়ে ভালই কাজে লাগায় কুমিল্লা। ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭০ রান করে। লিটন কুমার দাস (৬৫) ও মারলন স্যামুয়েলস (৫৫) অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখান। শোয়েব মালিক অপরাজিত ২৮ রান করেন। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৫ রান করে সিলেট। দলের পক্ষে সাব্বির রহমান রুম্মন সর্বোচ্চ ৩১ রান করেন। গ্রায়েম ক্রেমার ৩ উইকেট নেন। এই জয়টি পেয়ে কুমিল্লা ১২ ম্যাচে ৯টিতেই জয় তুলে নেয়। সবচেয়ে বেশি ম্যাচে জিতে। আগেই পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিশ্চিত করা কুমিল্লা ১৮ পয়েন্ট পেয়ে লীগপর্ব শেষ করে। এখন তারা ফাইনালে ওঠার মিশনে শুক্রবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নামবে। সিলেট সিক্সার্সের বিদায় আগেই নিশ্চিত হয়ে যায়। তবু জয় দিয়েই লীগ শেষ করতে চায় দলটি। কিন্তু তামিম ইকবালহীন কুমিল্লাকে হারাতে পারেনি। এর আগে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে ঢাকা ডায়নামাইটস। কোয়ালিফায়ার ম্যাচ খেলা নিশ্চিত করে তারা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৭ রানের বেশি করতে পারেনি। সাকিব আল হাসান অপরাজিত ৪৭ ও মেহেদী মারুফ ৩৩ রান করেন। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ৯৪ রান করে রংপুর। রবি বোপারা সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন। সাকিব বল হাতেও নৈপুণ্য দেখান। ২ উইকেট শিকার করেন। তাতে ম্যাচসেরাও হন। স্কোর ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৭০/৪; ২০ ওভার (লিটন ৬৫, স্যামুয়েলস ৫৫, মালিক ২৮*; নাসির ১/২০)। সিলেট সিক্সার্স ইনিংস ১৪৫/৭; ২০ ওভার (সাব্বির ৩, ফ্লেচার ২৫, বাবর ২০; ক্রেমার ৩/১৫, মেহেদী ২/৩১, হাসান ২/৩৫)। ফল ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৫ রানে জয়ী।
×