ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লঘুচাপ আর আরব সাগরে ঘূর্ণিঝড়ে শীত নামতে বাগড়া

প্রকাশিত: ০৫:৫৫, ৭ ডিসেম্বর ২০১৭

লঘুচাপ আর আরব সাগরে ঘূর্ণিঝড়ে শীত নামতে বাগড়া

স্টাফ রিপোর্টার ॥ আসি আসি করেও আসছে না শীত। আবহাওয়াবিদরা জানিয়েছেন সাধারণত এখানে ডিসেম্বরের প্রথম থেকেই শীত শুরু হয়। কিন্তু এবার দুটি কারণে এখনও শীত নামছে না। তাদের মতে সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। অপরদিকে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় এবং সুস্পষ্ট লঘুচাপের কারণে মেঘমালা দেশের উপকূলের দিকে ছুটে আসছে। ফলে সর্বনি¤œ তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী পর্যন্ত বেশি হচ্ছে। এ কারণেই মূলত শীত আসতে দেরি হচ্ছে। তারা জানান এই অবস্থা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বিরাজমান থাকতে পারে। লঘুচাপটি কেটে গেলে তখন স্বাভাবিক প্রক্রিয়ায় শীত নামবে। তবে প্রকৃতিতে শীত আসতে দেরি হলেও এবার শীতের তীব্রতা আগের বছরের চেয়ে বেশি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাদের মতে দেশে এখনও শীত শুরু না হলেও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে শীত জাকিয়ে বসতে শুরু করেছে। মধ্য ডিসেম্বর পরে সেখানে শীতের তীব্রতা বাড়লে তখন এর প্রভাব বাংলাদেশে পড়বে বলে তারা মনে করছেন। তখন তীব্র শীত অনুভূত হবে। তারা জানান এ বছর ছিল দুর্যোগে পরিপূর্ণ। বন্যা, ঘূর্ণিঝড় ভারি বর্ষণ ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বছরজুড়েই ছিল। এসব প্রাকৃতিক দুর্যোগের পর শীতের তীব্রতা গত বছরের চেয়ে বেশি হতে পারে। বছরের শেষে এই দুর্যোগের তালিকায় যোগ হতে পারে শীত। ডিসেম্বরের শেষ নাগাদ হতে জানুয়ারি পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা সর্বনি¤œ পর্যায়ে নেমে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, গেল বছর তো তেমন শীত পড়েনি। পৌষের মাঝামাঝি সময়েও শীতের তীব্রতা ছিল না। এবার ভারতেও শীত বাড়বে। এর প্রভাব এদেশেও পড়বে। প্রকৃতিতে এখনও শীত ঋতু হাজির হয়নি। যদিও প্রকৃতিতে অনেকটাই হিম হিম ভাব। তবুও দেশের কোথাও শীত এখনও জাকিয়ে বসেনি। দেশে সাধারণত ডিসেম্বরে শীত শুরু হয়। গ্রামাঞ্চলে এখন শীতের ভাব কিছুটা বেশি থাকলেও শহরে এর প্রভাব এখানও পড়েনি। শুধু রাতে আর সকালে কিছুটা কুয়াশাচ্ছন্ন এবং শীতলভাব অনুভূত হচ্ছে। তবে এখনও শীত আসার কারণ হিসেবে তারা সমুদ্রে সৃষ্ট লঘুচাপ এবং ঘূর্ণিঝড়কে দায়ী করেছেন। তারা জানান, একটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন শীত খুব একটা পড়ছে না। আরব সাগরে রয়েছে ঘূর্ণিঝড় অক্ষি। শ্রীলঙ্কার পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে মেঘ ছুটে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। এজন্য সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বেশি থাকতে পারে। তারা জানান ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত শীতের আচরণ এমন থাকবে। ঘূর্ণিঝড় অক্ষি ও নিম্নচাপের প্রভাব ডিসেম্বর মাসের প্রথমার্ধ (প্রথম ১৫ দিন) পর্যন্ত থাকতে পারে। এর পর থেকে শীতের তীব্রতা বাড়তে পারে। সম্প্রতি আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে পূর্বাভাসেও বলা হয়েছে, ডিসেম্বর মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
×