ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের অধীনে না হলে নির্বাচনে যাবে বিএনপি ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের অধীনে না হলে নির্বাচনে যাবে বিএনপি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের অধীনে না হলে কালই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে বিএনপির সঙ্গে জোট করতে পারে এরশাদের জাতীয় পার্টি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরীকে আহ্বায়ক করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আত্মপ্রকাশ করা জোট যুক্তফ্রন্ট দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করে বিএনপি। কারণ, গণতন্ত্র ফিরিয়ে আনতে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বর্তমান সরকারকে হটাতে এর কোন বিকল্প নেই। জোট তৈরি করা হচ্ছে একনায়ক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ২০ দলীয় জোট গঠন করা হয়েছিল। তখনই আমরা বলেছিলাম, এই জোটে গণতন্ত্র বিশ্বাসী বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার পক্ষের দলগুলোকে স্বাগত জানাই। স্বৈরাচার পতন দিবসে বিএনপির কোন কর্মসূচী নেই কেন? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে নাকি? স্বৈরাচার নতুন করে জেগে উঠেছে। ফখরুল বলেন, আমরা নির্বাচন চাই। তবে এই নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন না। আমরা আওয়ামী লীগ সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদ শূন্য হওয়ায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলে এখনও এই নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়নি। হলে পরবর্তীতে তা জানানো হবে। তবে আমরা সব সময় স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছি। তবে সেগুলো কেমন হয়েছে তা সবাই দেখেছে। এজন্যই আমরা বলছি, দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। সেটি হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে। বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচী ॥ মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে খালেদা জিয়ার নেতৃত্বে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে খালেদা জিয়ার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ১৭ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি, ১৯ ডিসেম্বর মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা এবং ২৪ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ।
×