ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় বখাটে যুবকের গালে স্কুল ছাত্রীর চড়

প্রকাশিত: ০৫:২৪, ৭ ডিসেম্বর ২০১৭

গজারিয়ায় বখাটে যুবকের গালে স্কুল ছাত্রীর চড়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ইভটিজিংয়ের দায়ে শান্ত নামের এক যুবকের গালে কষিয়ে দুই চড় বসিয়ে দিয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। বাউশিয়া এলাকার মনাইরকান্দি-টেঁকপাড়া সড়কের সেতুর পাশে এই ঘটনায় বুধবার বিদ্যালয়ে সালিশ বৈঠক বসে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এমএ আজহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এই ছাত্রীর সৎসাহসকে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সালিশে মুচলেকা নিয়ে ইভটিজারকে ক্ষমা করা হয়েছে। ইভটিজার একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে প্রধান শিক্ষকের অফিসে সালিশ বৈঠকে জ্যেষ্ঠ শিক্ষক ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্য দুই শিক্ষার্থীর অভিভাবকদের উপস্থিতিতে সালিশ বসে। ঘটনা স্বীকার করে বিদ্যালয়টির পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য এম আর খান বাবুল জানান, শান্তিপূর্ণ সমাধান করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। ছাত্রীর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশের গ্রামের নবম শ্রেণীর ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার পথে এবং মাঝে মধ্যে শ্রেণী কক্ষে পুরান বাউশিয়া গ্রামের বাসিন্দা শান্ত ইভটিজিং করত। মঙ্গলবার সকালে রাস্তায় সহ্যহীন ইভটিজিংয়ের সময় শান্তকে চড় দেয় ওই ছাত্রী। একই সাথে এক শিক্ষককে ঘটনা জানায়। ছাত্রীর বড় বোন ঢাকা কবি নজরুল কলেজের বিবিএ’র শিক্ষার্থী জানান, আমিও বাউশিয়া স্কুলের শিক্ষার্থী ছিলাম। বিচারে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কিন্তু উত্ত্যক্তকারী এলাকায় প্রভাবশালী পরিবার বিধায়, একটু ভয় তো থাকেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আবদুল কউয়ূম জানান, মুচলেকা রাখা হয়েছে। কোন রকম ঘটনা ঘটালে আইনের হাতে তুলে দেয়া হবে এবং কাঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
×