ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ত্রসহ এক হত্যাকারী গ্রেফতার

প্রবাসী ছাত্রদল নেতার নির্দেশে বনানীতে ব্যবসায়ী হত্যা

প্রকাশিত: ০৫:২২, ৭ ডিসেম্বর ২০১৭

প্রবাসী ছাত্রদল নেতার নির্দেশে বনানীতে ব্যবসায়ী হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে একটি ট্রাভেল এজেন্সিতে ফিল্মিস্টাইলে ব্যবসায়ী সিদ্দিকুর হোসেন মুন্সী হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ খুনের মূল পরিকল্পনাকারী হেলাল গ্রেফতার হয়েছে। পূর্ব শত্রুতার জেরে সিদ্দিকুরকে হত্যা করা হয়। হত্যাকান্ডের আরও কোন কারণ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে গুলশান মডেল থানাধীন কালাচাঁদপুর এলাকা থেকে ডিএমপির কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও ডিবি (উত্তর) বিভাগের যৌথ অভিযানে হেলাল উদ্দিনকে (৩৮) গ্রেফতার হয়। তার কাছ থেকে ৯ রাউন্ড তাজা বুলেটসহ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের একটি বিদেশী পিস্তল উদ্ধার হয়। উদ্ধারকৃত পিস্তলটি ব্যবসায়ী সিদ্দিকুর হত্যায় ব্যবহৃত হয়েছিল। বুধবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটি প্রধান ডিআইজি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে প্রাপ্ত ছবির সূত্রধরে অভিযানটি চালানো হয়। অভিযানকালে হেলালের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। পরে হেলালকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন হেলাল তার বন্ধু প্রবাসী ছাত্রদল নেতার নির্দেশে ভাড়াটিয়া ৫ জন পেশাদার খুনীসহ ওই রিক্রুটিং এজেন্সিতে হামলা চালায়। হামলার সময় ওই ৬ জনের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। হত্যার পরিকল্পনাকারী হেলাল উদ্দিন সহযোগী একজনকে নিয়ে দেয়ালের বাইরে অবস্থান নিয়েছিল। আর চারজন মুখোশ পরিধান করে ভেতরে ঢোকে। ঢুকেই তারা মুন্সী ওভারসীজ রিক্রুটিং এজেন্সির মালিককে গুলি চালিয়ে হত্যা করে। হেলাল অপারেশনাল কমান্ডারের দায়িত্ব পালন করে। খুনীরা অন্তত ২৫-২৬ রাউন্ড গুলি করে। হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্রগুলো হেলাল সরবরাহ করেছিল। হত্যার পর অস্ত্রগুলো হেলালের কাছে জমা রাখা হয়েছিল। হত্যায় সাদ্দাম ও পিচ্চি আল-আমিন নামে দু’জন জড়িত বলে জানা গেছে। তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। হেলালের প্রবাসী বন্ধুসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গত ১৪ নবেম্বর রাতে বনানী বি-ব্লকের ৪ নম্বর সড়কের ১১৩ নম্বর বাসার নিচতলায় এমএস মুন্সী ওভারসীজে ঢূকে চার মুখোশধারী সন্ত্রাসী গুলি চালিয়ে এজেন্সি মালিক মো. সিদ্দিকুর হোসেনকে (৫৫) হত্যা করে। ঘটনার সময় গুলিবিদ্ধ হন মির্জা পারভেজ (৩০), মোখলেছুর রহমান (৩৫) ও মোস্তাফিজুর রহমান (৩৯) নামে তিন কর্মচারী।
×