ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডোর শোকেসেই ব্যালন ডি’অর?

প্রকাশিত: ০৪:৩২, ৭ ডিসেম্বর ২০১৭

রোনাল্ডোর শোকেসেই ব্যালন ডি’অর?

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬-১৭ মৌসুমটা দুর্দান্ত কেটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এ মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সি আর সেভেন। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ভা-ার শূন্যই বলতে হবে! বার্র্সিলোনার আর্জেন্টাইন তারকা জিতেছেন শুধু স্প্যানিশ কোপা ডেল রে। এসব কারণে এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে স্পষ্টভাবেই ফেবারিট রিয়াল তারকা। মাঝখানে শোনা গিয়েছিল মেসি জিততে চলেছেন গৌরবময় এ এ্যাওয়ার্ড। তবে শেষ পর্যন্ত যা খবর তাতে রোনল্ডোই বাজিমাত করতে চলেছেন। সব গুঞ্জন আর অপেক্ষার অবসান হবে শীঘ্রই। কেননা আজ রাতেই ঘোষণা করা হবে গেল মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারে জমকালো আয়োজনে তুলে দেয়া হবে বিজয়ীর ট্রফি। এবারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন সাবেক ফুটবলার ডেভিড গিনোলা। ফ্রান্স ফুটবল সাময়িকী এ এ্যাওয়ার্ড দিয়ে থাকে। রিয়ালের ৩২ বছর বয়সী তারকা রোনাল্ডো এ পর্যন্ত ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন চারবার (২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সাল)। মেসি জিতেছেন পাঁচবার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সাল)। এবার জিতলে মেসিকে ছুয়ে ফেলবেন রোনাল্ডো। ইতোমধ্যে ফিফা বর্ষসেরার পুরস্কারেও মেসিকে স্পর্শ করেছেন পর্তুগীজ তারকা। বর্তমান মৌসুমটা ভাল না কাটলেও ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় ২৯ ম্যাচে ২৫ গোল করেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের ১৩ ম্যাচে তিনি গোল করেন ১২টি। লা লিগায় গোলাদাতাদের তালিকায় তৃতীয় হলেও, চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ গোলের মালিক হন সি আর সেভেন। অন্যদিকে সর্বশেষ দুই বছর সময়টা ভাল যাচ্ছে না মেসির। চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর কাছে হারিয়েছেন ফিফা সেরা ও ব্যালন ডি’অর পুরস্কার। আরও একবার হয়তো তাকে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হবে। তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ঐতিহ্য ঠিক থাকলে হাসতেও পারেন আর্জেন্টাইন অধিনায়ক। কেননা ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে এসেছে মেসির ছবি। এরপর থেকেই গুঞ্জন। সাধারণত ডিসেম্বর সংখ্যায় ব্যালন ডি’অর বিজয়ীর ছবিই প্রচ্ছদে রাখা হয়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার ছবি ‘ভাইরাল’ হয়। যেখানে প্রচ্ছদে মেসির ছবি দেখা যায়। এই নিয়ে মেসি ও বার্সিলোনাভক্তরা মনে করছেন পুরস্কার জিতবেন আর্জেন্টাইন ফুটবলার। অন্যদিকে রোনাল্ডো ও রিয়ালভক্তদের দাবি, ছবিটি ভুয়া, আসলে পুরস্কার জিতবেন পর্তুগাল অধিনায়কই।
×