ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমিল জোলার ব্যক্তিগত সংগ্রহ নিলামে

প্রকাশিত: ০৩:৫৭, ৭ ডিসেম্বর ২০১৭

এমিল জোলার ব্যক্তিগত সংগ্রহ নিলামে

প্রখ্যাত ফরাসী সাহিত্যিক, সাংবাদিক ও আলোকচিত্র শিল্পীর বিভিন্ন শিল্পকর্ম গত সোমবার নিলামে উঠেছে। প্রকৃতিপ্রেমী সাহিত্য আন্দোলনের নেতা ছাড়াও তাকে একজন প্রতিভাদীপ্ত আলোকচিত্র শিল্পী হিসেবেও গণ্য করা হয়। তাই পরীক্ষামূলকভাবে তখনকার অতি সাধারণ ক্যামেরা দিয়ে তিনি যে সব ছবি তুলেছিলেন সেগুলোর বাজার মূল্য ৬০ হাজার ইউরো পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমিল জোলা ১৯০২ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দশ বছর আগে থেকেই তিনি ফটোগ্রাফিতে ঝুঁকে পড়েন। তার সংগ্রহে থাকা তখনকার ম্যানুয়েল ক্যামেরা দিয়ে তিনি হাজার হাজার ছবি তোলেন এবং এগুলোকে তিনি তার তিনটি বাড়ির ভূগর্ভস্থ কক্ষে (ডার্করুমে) পরিস্ফুটন করতেন। জোলা ৫৪ বছর বয়সে ক্যামেরার বিভিন্ন কার্যক্রমের উদ্ভাবন ও বিকাশ ঘটান। তিনি শুধু ছবি তোলার মধ্যেই তার প্রচেষ্টা সীমিত রাখতেন না বরং বিভিন্ন রাসায়নিক যৌগ মিশিয়ে কত দ্রুত ফিল্মটিতে ছবি স্থায়ী করা যায়, তা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতেন। সে সময় আজকের মতো অত্যাধুনিক ক্যামেরা বা মোবাইল দিয়ে সেলফি তোলা যেত না, শব্দটিও ছিল অপ্রচলিত, যার অর্থ নিজের ছবি নিজে তোলা। জোলা সে কাজটিও করেছিলেন তার উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে। এ জন্য তিনি তার ক্যামেরায় একটি অস্থায়ী ট্রিগার বা বাটনের সংযুক্তি ঘটান এবং নিজের ছবি নিজে তোলেন। নিলামে উঠা একটি ছবিতে তার প্রোফাইল পিকচার বা পার্শ্বছবি স্থান পেয়েছে যা ছিল সম্পূর্ণ তার নিজস্ব প্রযুক্তি দ্বারা উদ্ভাবিত। এমিলি জোলার ব্যক্তিগত সংগ্রহে থাকা এসব ছবির মধ্যে রয়েছে তার স্ত্রী আলেক্সাড্রিন ও তার প্রিয় মডেল ও উপ-পত্নী জেনি ও তার ঘরে জন্ম নেয়া সন্তানদের আলোকচিত্র। এ ছাড়াও ১৮৯০ সালে রাজধানী প্যারিসের বিভিন্ন আলোকচিত্র এবং লন্ডনে ১১ মাস নির্বাসনে থাকার সময় গৃহীত আলোকচিত্র সোমবারের নিলাম অনুষ্ঠানে স্থান পেয়েছে। এসব আলোকচিত্র জোলার পুত্র জ্যাকুয়েস-এর মাধ্যমে তার পৌত্র ফ্রাঁসোয়া এমিলি জোলার হস্তগত হয়। ফ্রাঁসোয়া জোলাও ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। এমিল জোলা তার সাহিত্যকর্মের জন্য উনবিংশ শতাব্দীর সাহিত্যিকদের মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। তা সত্ত্বেও তার বিভিন্ন আলোকচিত্রও এই পরিসরে তার অবদান ফটোগ্রাফি ভুবনে তাকে অনন্য উচ্চতায় স্থান করে দিয়েছে। --ইন্টারনেট
×