ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেক্সপিয়ারের বাড়িতে আসাদের ‘জন্ডিস অথবা হাফ লেডিস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৩:৫০, ৭ ডিসেম্বর ২০১৭

শেক্সপিয়ারের বাড়িতে আসাদের ‘জন্ডিস অথবা হাফ লেডিস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সংস্কৃতি ডেস্ক ॥ এ বছর লন্ডনে অনুষ্ঠিত ’সিজন অব বাংলা ড্রামা ২০১৭’ উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেয় ম্যাড থেটার। এ সময়ের আলোচিত প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকের ৩টি প্রদর্শনী করেছে ব্র্যাডি আর্টস সেন্টারে। গত ১৮ নবেম্বর শনিবার ইংল্যান্ডের ছোট্ট শহর স্টাডফোর্ড আপন এভনে যায় ম্যাড থেটারের সদস্যরা। স্টাডফোর্ড আপন এভন ছোট শহর হলেও এর সুখ্যাতি পৃথিবীব্যাপী। কারণ এই শহরেই জন্মগ্রহণ করেন পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাড থেটারের সদস্যরা শেক্সপিয়ারের বাড়িতে এসে পরিচিত হন শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রাভিনেতাদের সঙ্গে যারা বাড়ির সামনের প্রশস্ত খোলা জায়গায় বিভিন্ন নাটক থেকে অভিনয় করে থাকেন। শেক্সপিয়ারের বাড়িতে শেক্সপিয়ারের চরিত্রদের হাতে উন্মোচন হলো আসাদুল ইসলামের নতুন নাটকের বই ‘জন্ডিস অথবা হাফ লেডিস’। এই অভিনেতাদের হাত দিয়েই এবার উন্মোচন হলো ম্যাড থেটারের প্রধান পরিচালক, কবি ও নাট্যকার আসাদুল ইসলামের নতুন নাটকের বই ‘জন্ডিস অথবা হাফ লেডিস’। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা কবি ও নাট্যকার আসাদুল ইসলাম, সুবচন প্রধান আহাম্মদ গিয়াস, ম্যাড থেটারের পরিচালক সোনিয়া হাসান, আর্য মেঘদূত ও ব্রিটেন প্রবাসী অভিনেতা ও কণ্ঠশিল্পী দেলোয়ার হোসেন দিলু। ’জন্ডিস অথবা হাফ লেডিস’ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম কোন নাটক যা শেক্সপিয়ারের বাড়িতে মোড়ক উন্মোচন হলো। বইটি প্রকাশ করেছে বাংলা প্রকাশনার গর্ব ঐতিহ্য। এ প্রসঙ্গে নাট্যকার আসাদুল ইসলাম বলেন এ রকমটি কখনো হতে পারে আমি ভাবিনি। ঐতিহ্য থেকে লন্ডন ভ্রমণ উপলক্ষেই বইটি প্রকাশিত হয়। বইটি আমি লন্ডনে সঙ্গে করে নিয়ে যাই সেখানে মোড়ক উন্মোচনের জন্য। কিন্তু সেটি যে শেক্সপিয়ারের বাড়িতেই হবে এটি আমার ভাবনার বাইরে ছিল। এর জন্য প্রধান কৃতিত্ব লন্ডন প্রবাসী বন্ধু ও অভিনেতা দেলোয়ার হোসেন দিলুর। তার সার্বিক তত্ত্বাবধানে মোড়ক উন্মোচন করা হয়।
×