ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিলা সমিতি মঞ্চে ‘চম্পাবতী’

প্রকাশিত: ০৩:৪৯, ৭ ডিসেম্বর ২০১৭

মহিলা সমিতি মঞ্চে ‘চম্পাবতী’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শব্দনাট্য চর্চা কেন্দ্রের নতুন নাটক ‘চম্পাবতী’ মঞ্চস্থ হবে। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহিন, মোস্তাক, চন্দনা, আলী নূর, হৃদি, নাছরিন, আনোয়ার, নাদিয়া, লিন্ডা, তাহা, শুভ, আলিফ, রুশনী, উনাইসা, জামান, স্বাধীন, রনক, হেলাল, সুমন, সবুজ, খোরশেদ, পারভেজ। ‘চম্পাবতী’ নাটকের নেপথ্য শিল্পীরা হলেন, পোস্টার রফিক উল্যাহ, আলো ঠান্ডু রায়হান, পোশাক আইরিন পারভীন, লোপা, সঙ্গীত শিশির রহমান, কোরিওগ্রাফি সামিউন জাহান দোলা, মঞ্চ পলাশ হেনড্রি সেন, রূপসজ্জা তন্ময়, সঙ্গীত দল দোয়েল, রাজা, বিমল, সম্রাট. প্রযোজনা অধিকর্তা রওশন জান্নাত রুশনী। ‘চম্পাবতী’র নাটকে দেখা যায়, গয়া বাইদ্যার সুন্দরী রূপবতী স্ত্রীর নাম চম্পাবতী। নানা ঘাটে নাও ভিড়ায়ে সাপ খেলা দেখিয়ে বেড়ায় বেদের দল। বেদে বহরের চক্র চলতে থাকে ঘাট থেকে ঘাটে। পেটের দায়ে নেচে গেয়ে সাপ খেলা দেখাতে হয় তাদের। তেমনি জীবনের প্রাত্যহিক নিয়মে তারা এসে নাও ভিড়ায় পদ্মার পাড়ে। বেদে বহর থেকে নেমে গ্রামের ভেতরে যায় সাপ খেলা দেখাতে। পথেই চম্পাবতীর সঙ্গে দেখা হয় মোড়লের চামচা মাইনক্যার সঙ্গে। সে মোড়লকে গ্রামে বেদের দল আসার খবর দেয় আর জানায় চম্পাবতীর রূপের বর্ণনা। ‘চম্পাবতী’ তার স্বামী গয়া বাইদ্যাসহ কয়েক বাইদ্যানীকে নিয়ে সাপ খেলা দেখায় মোড়লকে। মোড়লের লোলুপ দৃষ্টি পড়ে চম্পাবতীর ওপর। সে চম্পাবতীকে তার কাছে রেখে যেতে বলে। গয়া বাইদ্যা ক্ষিপ্ত হয়ে ওঠে মোড়লের কথায়। মোড়ল তার লাঠিয়ালদের নির্দেশ দেয় বেদে বহরের সকলকে মেরে ফেলতে। চম্পাবতীকে নিয়ে দ্বন্দ্ব সংঘাতে পৌঁছলে ‘চম্পাবতী’ বেদে বহরের সকলের জীবন রক্ষার্থে মোড়লের কাছে নিজের জান-যৌবন বিসর্জন দিতে সম্মতি জ্ঞাপন করে। চম্পাবতীকে ভুল বুঝে গয়া বাইদ্যা তার দল-বল নিয়ে অন্য কোন ঘাটে পাড়ি জমায়। চম্পাবতীকে ভুলে থাকতে আসমানী নামের নতুন বাইদ্যানীকে জীবন সঙ্গিনী করে সে। মোড়লের বাড়িতে কষ্টে দিন কাটতে থাকে চম্পাবতীর। বাইদ্যা বহরের সব খবর তাকে এনে দেয় বৈষ্ণবী।
×