ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শশী কাপুরের শেষকৃত্যে বলিউড তারকারা

প্রকাশিত: ০৩:৪৭, ৭ ডিসেম্বর ২০১৭

শশী কাপুরের শেষকৃত্যে বলিউড তারকারা

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডের শক্তিমান অভিনেতা শশী কাপুরের শেষকৃত্য মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এদিন সান্তাক্রুজ হিন্দু শব-চুল্লিতে ভারতের জাতীয় পতাকা মোড়ানো মরদেহ নিয়ে আসা হলে পুলিশ তিনবার গান স্যালুট দিয়ে তাকে সম্মান জানায়। তাকে দাহ করার সময় বলিউডের শীর্ষ তারকাদের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন বলিউডের অমিতাভ বচ্চন, সেলিম খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, অনিল কাপুর, ঋষি কাপুর, রনধীর কাপুর, সঞ্জয় দত্ত, রনবীর কাপুর, নাসিরুদ্দিন শাহ, নওয়াজ উদ্দিন সিদ্দিকী, সুপ্রিয়া পাঠক, শক্তি কাপুর, সাইফ আলী খান ও সুরশে অবরয়সহ অনেকে। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কিংবদন্তি তুল্য অভিনেতা শশী কাপুর তিন সন্তান রেখে প্রয়াত হয়েছেন। মঙ্গলবার দুপুর বারোটায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এর আগে ওইদিন হাসপাতালের হিম শবাগার থেকে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় পৃথ্বী থিয়েটারে। শশী কাপুরের শেষকৃত সম্পন্ন করেন তার দুই ছেলে কুনাল ও করণ। বেলা একটায় পঞ্চভূতে বিলীন হয়ে যান এই মহান অভিনেতা। মঙ্গলবার সকালে মুম্বাইয়ের আকাশে ছিল ভারি বৃষ্টি। তার দাপটে সবার দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। পাশাপাশি পুরো বলিউড পাড়ায় ছিল শোকের ছায়া। আকাশের মতো সবার চোখে-মুখে ছিল বেদনার কালো মেঘ। তাকে চিরদিনের মতো বিদায় জানাতে উপস্থিত ছিলেন তিন সন্তানসহ চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা। এছাড়া শোকগ্রস্ত কাপুর পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। শেষকৃত্যের আগে জাতীয় পতাকা দিয়ে পুলিশ তার মরদেহ ঢেকে দেয়। তার সম্মানে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। রাষ্ট্রীয় সম্মান জানানোর পর মরদেহ থেকে জাতীয় পতাকা খুলে ফেলা হয়। দুপুর একটায় বলিউড সেলিব্রেটিরা তাকে শেষ শ্রদ্ধা জানান। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অরুণ জেটলি, শশী থারুর, অজয় দেবগান, বিপাশা বসু, গুল পনাগ, মুগ্ধা গডসে, বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠানসহ অনেক রাজনীতিক, অভিনয় ও ক্রীড়া ব্যক্তিত্ব। মৃত্যুকালে এই বর্ষীয়ান অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। এমনকি শশী কাপুর দীর্ঘদিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান শশী কাপুর। শাম্মী কাপুর ও রাজ কাপুর ছিলেন শশীর দুই ভাই।
×