ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ কাউন্সিলে ভোটাভুটি

রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব পাস ॥ চীন ফিলিপিন্স ও বুরুন্ডির বিরোধিতা

প্রকাশিত: ০৯:৩২, ৬ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে  প্রস্তাব পাস ॥ চীন ফিলিপিন্স ও বুরুন্ডির বিরোধিতা

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রোহিঙ্গাবিষয়ক একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। কাউন্সিলের ৪৭ সদস্য দেশের মধ্যে ৩৩টি এর পক্ষে ভোট দেয়। চীন, ফিলিপিন্স ও পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেয়। ভারতসহ ৯টি দেশ কোন পক্ষ নেয়নি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) জেনেভায় এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। খবর ওয়েবসাইটের। বাংলাদেশ ও সৌদি আরব এই রেজ্যুলেশন পেশ করেছিল। মঙ্গলবার রোহিঙ্গাবিষয়ক একটি বিশেষ সেশনে ভোটাভুটির পর এটি গৃহীত হয়। ভোটগ্রহণের পর বাংলাদেশের প্রতিনিধি শামীম আহসান রেজ্যুলেশনের পক্ষে ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে কাউন্সিলকে বলেন, ‘বাংলাদেশ হতাশ। এ ধরনের চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও একটি রেজ্যুলেশন সর্বসম্মতভাবে না হয়ে ভোটাভুটিতে গৃহীত হলো; এটি দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘এটি পেশ করার আগে আমরা সবার সঙ্গে কথা বলেছিলাম। যাতে সবার মতামত এখানে প্রতিফলিত হয়।’ মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে রেজ্যুলেশনটি উত্থাপনের পর চীন এটি ভোটাভুটি দেয়ার আহ্বান জানায়। ভোটাভুটির আহ্বান জানিয়ে চীনের প্রতিনিধি বলেন আমরা এর বিপক্ষে ভোট দেব। পরে দেশটি রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেয়। এছাড়া, ফিলিপিন্সের প্রতিনিধিও তার বক্তব্যে রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দেয়ার কথা জানান। ভারত ও জাপান ভোটের আগে দেয়া বক্তব্যে জানায়, তারা কোন পক্ষ নেবে না। ‘গণহত্যার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দোষী করা যায়’ ॥ এর আগে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে মিয়ানমারের সেনাবাহিনীকে দোষী করা যেতে পারে বলে মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল-হুসেইন। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) বিশেষ অধিবেশনে একথা বলেন জেইদ। রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও সৌদি আরবের প্রস্তাবে ইউএনএইচআরসির বিশেষ এই অধিবেশন বসে।
×