ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০৮:৪৭, ৬ ডিসেম্বর ২০১৭

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের রিয়াদে এক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীকে পূর্বশত্রুতার জের ধবে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সৌদি আরব সময় সকাল ৯টায় এ ঘটনা ঘটে। শরীয়তপুর সদর উপজেলার সুজনদোয়াল গ্রামের নুরমোহাম্মদ মাদবরের ছেলে সৌদি আরবে ফার্নিচার তৈরি ব্যবসায়ী আজিজুল হক মাদবর (৪৫)। রিয়াদে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে কতিপয় সন্ত্রাসী ধরে নিয়ে তারই ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর গাড়িতে করে পুনরায় লাশ দোকানের সামনে ফেলে যায়। খবর ওয়েবসাইটের। পারিবারিক সূত্র জানায়, আজিজুল মাদবর বেশ কিছুদিন পূর্বে এলাকা থেকে ৫ জন লোককে সৌদি আরবে নিয়ে গেছেন। এরমধ্যে মাত্র একজনকে কাজের পারমিশন (আকামা) করে দিয়েছেন। বাকি ৪ জনের আকামা করতে পারেননি। ফলে ওই ৪ জন প্রবাসী বাইরে গিয়ে কাজকর্ম করতে না পারায় তারা বিদেশে খুবই অসুবিধায় দিন কাটাচ্ছে। এ নিয়ে আজিজুল মাদবর ও আকামাবিহীন ওই ৪ জনের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। মাঝে মধ্যে আজিজুলকে তারা জীবননাশের হুমকি ধমকী দিত। গত সোমবার সকালে এরই জের ধরে আজিজুলকে হত্যা করেছে বলে ধারণা করছে নিহত আজিজুলের পরিবার।
×