ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে ॥ যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৮:০৫, ৬ ডিসেম্বর ২০১৭

সিরাজদিখানে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে ॥ যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনীয়া নামক স্থানে পাথর বোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজটি ভেঙ্গে পড়েছে। মঙ্গলবার ভোর ৪টায় ৫৫ টন পাথর বোঝাই ট্রাকটি সিলেট থেকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী যাওয়ার পথে উপজেলার রশুনীয়া ইউনিয়নের সেতুটি অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। উপ-বিভাগীয় প্রকৌশলী (কেরানীগঞ্জ) এস বি সৈয়দ আলম জানান, এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল হালকা যানবাহন চলাচল করার জন্য। কিন্তু ধারণ ক্ষমতার অধিক মাল লোড করে ব্রিজটির ওপর দিয়ে যাওয়ায় ভেঙ্গে যায়। অতি শ্রীঘ্রই ট্রাকটি উদ্ধার করে বেইলি ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে। এদিকে সিরাজদিখানের সঙ্গে জেলা শহরের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং টঙ্গীবাড়ীর সঙ্গে ঢাকার বাসযোগে চলাচল বন্ধ আছে।
×