ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ব্যাপক কর্মসূচী

প্রকাশিত: ০৬:৫৬, ৬ ডিসেম্বর ২০১৭

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ব্যাপক কর্মসূচী

আন্তর্জাতিক পর্বত দিবস ২০১৭ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ১১ ডিসেম্বর সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি : জলবায়ু, ক্ষুধা, অভিভাসন’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা ও ফিরোজা বেগম চিনু এবং সাবেক সচিব কাজী গোলাম রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এসআইডি-সিএইচটি প্রজেক্টের চীফ টেকটিক্যাল স্পেশালিস্ট রাম শর্মা। এছাড়াও পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে শিল্পকলা একাডেমি, ঢাকায় ৭-১১ ডিসেম্বর ২০১৭ তারিখে ৫ দিনব্যাপী পার্বত্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশী-বিদেশী প্রতিষ্ঠানের জন্য ৯২টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ৭ ডিসেম্বর বিকেল ৩টায় সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় এবং আঞ্চলিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। তাছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ উপলক্ষে সাক্ষাৎকারভিত্তিক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোবাইল এসএমএস, পোস্টার ও ফেস্টুনের মাধ্যমেও দিবসটির তাৎপর্য সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হচ্ছে। -বিজ্ঞপ্তি
×