ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৬:৪৮, ৬ ডিসেম্বর ২০১৭

ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার সপ্তাহখানেক পরেই ট্রাম্পের প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা জারির ঘোষণা আসে, তীব্র প্রতিবাদ ও আদালতের বাধায় ওই নিষেধাজ্ঞার সংশোধন করে মার্কিন প্রশাসন। আইনী লড়াইয়ের মধ্যেই সেপ্টেম্বরে ট্রাম্পের দ্বিতীয় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়, যা আদালতের বাধার কারণে পুরোপুরি কার্যকর করা যায়নি। তৃতীয় ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয় দেশের পাশাপাশি উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার কিছু নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। আগের নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ থাকলেও নতুন নিষেধাজ্ঞায় সময়ের সীমাবদ্ধতা রাখা হয়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ ও মানবাধিকার গোষ্ঠীগুলো মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করে আদালতে যায়, তবে উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা নিয়ে তারা কোন আপত্তি করেনি। মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আদতে ‘মুসলিম ব্যান’, যা তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সূত্র : ইন্টারনেট
×