ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লাকে হারিয়ে দ্বিতীয় স্থানে খুলনা

রাজশাহীর বিপক্ষে জিতেও সবার নিচে চিটাগং

প্রকাশিত: ০৫:৫১, ৬ ডিসেম্বর ২০১৭

রাজশাহীর বিপক্ষে জিতেও সবার নিচে চিটাগং

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের লীগ পর্ব শেষ হবে আজ। মঙ্গলবার চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস নিজেদের শেষ ম্যাচ খেলল। পরস্পরের বিপক্ষে ম্যাচটিতে জয় পেল চিটাগং। রাজশাহীকে ৪৫ রানে হারাল চিটাগং। এই জয় দিয়েই লীগ শেষ করল চিটাগং। শেষ ম্যাচে জিতেও পয়েন্ট তালিকার তলানিতেই থাকল চিটাগং। রাজশাহী নিজেদের শেষ ম্যাচে হেরেও পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থাকল। দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে খুলনা টাইটান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে টস জিতে রাজশাহী। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করার সুযোগ পেয়ে আনুষ্ঠানিকতার ম্যাচে যেন জ্বলে উঠে চিটাগং। বিপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া চিটাগং লুইস রিচের অপরাজিত ৮০ রানে ২ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯৪ রান করে। জবাব দিতে নেমে আগেই বিদায় নেয়া রাজশাহী ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৯ রান করে। সামিত প্যাটেল মারমুখী হয়ে খেলছিলেন। ২৫ বলেই ৬২ রান করে ফেলেন। যতক্ষণ উইকেটে ছিলেন, রাজশাহীর জয়ের সম্ভাবনাও জেগে থাকে। কিন্তু ২৬ বলের সময়ই আউট হয়ে যাওয়ার পর রাজশাহীর জয়ের আশাও যেন শেষ হয়ে যায়। শেষপর্যন্ত হারেও রাজশাহী। হার দিয়েই রাজশাহীর এবারের বিপিএল মিশন শেষ হয়েছে। সিকান্দার রাজা ব্যাটিংয়ে অপরাজিত ৪২ রান করার পর বল হাতেও ৪ উইকেট নেন। এর আগে দুপুরের ম্যাচে কুমিল্লাকে হারায় খুলনা। জিতেই খুলনা লীগ পর্ব খেলা শেষ করে। ম্যাচে টস জিতে খুলনা। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নাজমুল হোসেন শান্তর ৩৭, মাইকেল ক্লিনজারের ২৯, মাহমুদুল্লাহ রিয়াদের ২৩, ব্রাথওয়েটের ২২ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৪ রানের বড় স্কোর করে খুলনা। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬০ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। তামিম ইকবাল ও শোয়েব মালিক ৩৬ রান করে করেন। আর মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে আসে অপরাজিত ২৫ রান। নিজেদের শেষ ম্যাচে জিতে খুলনা এ মুহূর্তে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও এই অবস্থানে থাকা নিশ্চিত হয়ে যায়নি। কুমিল্লা ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকছে তা নিশ্চিত। তামিম ইকবালের কুমিল্লা প্রথম কোয়ালিফায়ারে খেলবে তাও নিশ্চিত। কিন্তু কুমিল্লার প্রতিপক্ষ কোন দল হবে, তা নিশ্চিত নয়। আজ ১৩ পয়েন্টে থাকা ঢাকা ডায়নামাইটস ও ১২ পয়েন্টে থাকা রংপুর রাইডার্সের মধ্যে লড়াই শেষেই তা নিশ্চিত হয়ে যাবে। যদি ঢাকা জিতে, তাহলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা খুলনা পয়েন্ট তালিকার তিন নম্বরে নেমে যাবে। খুলনা ও ঢাকার পয়েন্ট তখন সমান হয়ে যাবে। কিন্তু ‘হেড টু হেড’ বিবেচনায় তখন ঢাকাই দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি ঢাকা হারে, তাহলে খুলনা দ্বিতীয় স্থানেই থাকবে। কিন্তু রংপুরের দ্বিতীয় হওয়ার আর কোন সুযোগ নেই। তৃতীয় অথবা চতুর্থ হবে দলটি। আজ সব দলেরই লীগ পর্বের সব ম্যাচ খেলা শেষ হয়ে যাবে। লীগ পর্বও শেষ হবে। শুক্রবার এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার এবং রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হওয়ার পর ১২ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে বিপিএলের পঞ্চম আসরের পর্দাও নামবে। স্কোর ॥ চিটাগং ভাইকিংস ইনিংস ১৯৪/২; ২০ ওভার (রিচি ৮০*, সিকান্দার ৪২*, রনকি ৪২, সৌম্য ১৭; মিরাজ ২/১৮)। রাজশাহী কিংস ইনিংস ১৪৯/৯; ২০ ওভার (প্যাটেল ৬২, জাকির ২৩, ফ্রাঙ্কলিন ১৭, মুশফিক ১৫; সিকান্দার ৪/১৬। ফল ॥ চিটাগং ভাইকিংস ৪৫ রানে জয়ী।
×