ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনেকেই শুরু করেছেন প্রস্তুতি

সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাই শেষ পর্যায়ে

প্রকাশিত: ০৫:৫০, ৬ ডিসেম্বর ২০১৭

সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাই শেষ পর্যায়ে

শরীফুল ইসলাম ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাই প্রায় শেষ পর্যায়ে। একাধিক জরিপ রিপোর্ট ও দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর শেষ মুহূর্তে বিভিন্ন কারণে বাছাইকৃত প্রার্থী তালিকা কিছুটা রদবদল করা হবে। তবে এখন পর্যন্ত বাছাইয়ে যাদের নাম প্রার্থী তালিকায় রয়েছে তাদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। কেন্দ্র থেকে এমন ইঙ্গিত পেয়ে অনেকেই ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে প্রায় ২০০ জনকে দলীয় হাইকমান্ড থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে। তাই তারা এখন ঘন ঘন নিজেদের সংসদীয় এলাকায় আসা-যাওয়া করছেন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেইসঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করছেন। এ ছাড়া ২০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে জোটের শরিক দলের নেতাদের কথাবার্তা চলছে। বিএনপি চাচ্ছে শরিকদের সর্বোচ্চ ৩০টি আসন ছাড়তে। আর শরিকরা চাচ্ছে ৬০টি আসন। তবে আগেভাগেই আসন বণ্টনের বিষয়ে বিএনপির সঙ্গে ফয়সালা চান ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা। কিন্তু জোটের কোন দলকেই প্রত্যাশিত আসন দিতে পারছে না বিএনপি। সবাইকে আসন দেয়া সম্ভব না হলেও ক্ষমতায় গেলে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ দেয়ার আশ্বাস দেয়া হবে। প্রাথমিক আলোচনায় বিএনপি জোটের শরিক দল জামায়াত দাবি করছে ৩১ আসন। এ ছাড়া এলডিপি ১০, বিজেপি ২, বাংলাদেশ ন্যাপ-১, লেবার পার্টি-১, জমিয়তে ওলামায়ে ইসলামকে ১, কল্যাণ পার্টি ৩, জাতীয় পার্টি (জাফর) ৫, খেলাফত মজলিশ-১, এনডিপি ১, মুসলিম লীগ ১, ন্যাপ ভাসানী ২ ও জাগপা ১ আসন দাবি করছে। কিন্তু বিএনপি জামায়াতকে সর্বোচ্চ ১৫, এলডিপিকে ২, বিজেপিকে ১, বাংলাদেশ ন্যাপকে ১, লেবার পার্টিকে ১, জমিয়তে ওলামায়ে ইসলামকে ১, কল্যাণ পার্টিকে ১, জাতীয় পার্টিকে (জাফর) ৩, খেলাফত মজলিশকে ১, এলডিপিকে ১, মুসলিম লীগকে ১, ন্যাপ ভাসানীকে ১ ও জাগপাকে ১ আসন দিতে চাচ্ছে। সূত্রমতে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রার্থী বাছাই প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে। প্রতিটি নির্বাচনী এলাকায় অপেক্ষাকৃত ক্লিন ইমেজের অধিকারী নেতাদের প্রার্থী মনোনয়নের জন্য অগ্রাধিকার দেয়া হচ্ছে। বিএনপির ৫৯২ সদস্যের নির্বাহী কমিটির স্থায়ী কমিটি সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্মমহাসচিব ও নির্বাহী কমিটির অন্য প্রভাবশালী কর্মকর্তা ও সদস্যদের মধ্যে যারা আগে নির্বাচন করছেন তাদের অধিকাংশই আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবেন বলে আশ্বাস দেয়া হয়েছে। এবার নির্বাচনের আগে বিভিন্ন মামলায় দোষী প্রমাণিত হবেন এমনটি ধরে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বেশ ক’জন কেন্দ্রীয় নেতার পরিবর্তে নিজ নিজ এলাকায় বিকল্প প্রার্থী বাছাই করা হচ্ছে। তবে তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান সুবিধাজনক কোন আসন থেকে নির্বাচন করতে পারেন। আর যেসব সিনিয়র নেতা নির্বাচন করতে পারবেন না তাদের আসনে পরিবারের অন্য সদস্যরা নির্বাচন করতে পারেন। এখন পর্যন্ত বিএনপির যেসব নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় হাইকমান্ডের ইঙ্গিত পেয়েছেন তারা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ড. ওসমান ফারুক, আবদুল মান্নান, গিয়াস কাদের চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টো, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন পর্যন্ত বিএনপির বাছাই তালিকায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন, আবুল খায়ের ভুঁইয়া, মেজর (অব) কামরুল ইসলাম, জয়নুল আবদিন ফারুক, এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদীন, আফরোজা খান রীতা, উকিল আবদুস সাত্তার, তাহমিনা রুশদির লুনা, ফজলুর রহমান, আমান উল্লাহ আমান, বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নজরুল ইসলাম মঞ্জু, আসাদুল হাবিব দুলু ও শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমুখ। জানা যায়, জোটগতভাবে নির্বাচন করলেও বিএনপি দলীয়ভাবে ২৭০ আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাকি ৩০ আসন ২০ দলীয় জোটের শরিকদের দেয়ার প্রস্তুতি থাকলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের এখনও নিরাশ করা হচ্ছে না। এছাড়া ২০ দলীয় জোটের বাইরের সমমনা কোন দল জোটের সঙ্গে নির্বাচনে এলে বিএনপি ২৭০ আসন থেকে আরও ক’টি আসন ছেড়ে দেবে। আর শেষ পর্যন্ত জোটের শরিকরা না মানলেও বিএনপির নির্ধারিত আসন থেকে আরও ক’টি আসন ছাড়বে। এসব বিষয়ে লন্ডনে ছেলে তারেক রহমানের মতামত নেবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে সংলাপকালে লিখিতভাবে তুলে ধরেছে বিএনপি। প্রস্তাবগুলোর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করা, নির্বাচনকালে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করা, নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ অর্থাৎ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে সীমানা নির্ধারণ করা, সবার জন্য সমান সুযোগ অর্থাৎ লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ রাখা, নির্বাচনের অন্তত এক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সকল স্তরে রদবদল করা, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন, প্রিসাইডিং অফিসারসহ ভোট কেন্দ্রে দায়িত্ব পালনরত সকল কর্মকর্তাকে নির্ভয়ে দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান, ভোট কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্টের উপস্থিতি নিশ্চিত করা, দেশী-বিদেশী পর্যবেক্ষকদের জন্য ভোটকেন্দ্র পরিদর্শনের অবাধ সুযোগ রাখা, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ না করা, রাজনৈতিক দলের নেতাদের মামলার নামে হয়রানি না করা ইত্যাদি। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। তাই বিএনপির নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আর বিএনপির ৩০০টি আসনে প্রায় ৯০০ যোগ্য প্রার্থী রয়েছে। তাই বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী দিতে কোন অসুবিধা হবে না। তিনি বলেন, বিএনপি নির্বাচনে যেতে চায়। অবশ্যই সে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তবে ২০১৪ সালের মতো নির্বাচন হলে সে নির্বাচনে বিএনপি যাবে না এবং নির্বাচন হতে দেবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যেই বিএনপি প্রার্থী তালিকা করার কাজ শুরু করেছে। বিভিন্নভাবে প্রতিটি এলাকা থেকে যোগ্য প্রার্থীদের নাম দলীয় হাইকমান্ডের কাছে আসছে। শীঘ্রই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
×