ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিল্লী টেস্টে লঙ্কানদের ম্যাচ বাঁচানোর সংগ্রাম

প্রকাশিত: ০৫:৩৫, ৬ ডিসেম্বর ২০১৭

দিল্লী টেস্টে লঙ্কানদের ম্যাচ বাঁচানোর সংগ্রাম

স্পোর্টস রিপোর্টার ॥ দিল্লী টেস্টের শেষদিনে আজ ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে শ্রীলঙ্কা। জয়ের জন্য ৪১০ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভারে মাত্র ৩১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। বাস্তবতার নিরিখে এই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর আশা শেষ লঙ্কানদের। দাঁতে দাঁত চেপে দিনটা পার করে ম্যাচ ড্র করতে পারলে সেটিই হবে বড় প্রাপ্তি। ধনজ্ঞয়া ডি সিলভা ১৩ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এ্যাঞ্জেলো ম্যাথুস ০ রান নিয়ে অপরাজিত আছেন। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় দিনেশ চান্দিমাল। বর্তমান অধিনায়কও আগের ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এ পর্যন্ত টিকিয়ে রেখেছেন। শেষদিনে আজ এই দু’জনের ব্যাটিংয়ের ওপরই অতিথিদের ভাগ্য নির্ভর করবে। প্রতিপক্ষের স্পিন সামলে কাজটা কেবল কঠিনই নয়, প্রায় অসম্ভব! স্কোরÑ ভারত ৫৩৬/৭ ডিক্লেঃ ও ২৪৬/৫ ডিক্লেঃ, শ্রীলঙ্কা ৩৭৩/১০ ও ৩১/৩ ব্যাটিং। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৫৬ রান নিয়ে মঙ্গলবার সকালে চতুর্থদিন শুরু করে শ্রীলঙ্কা। অধিনায়ক দিনেশ চান্দিমালকে ১৬৪ রানে থামিয়ে দেন পেসার ইশান্ত শর্মা। দল অলআউট ৩৭৩ রানে। ভারত দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ছুটেছে দ্রুত রান তোলার পথে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুরালি বিজয় অবশ্য এবার টিকতে পারেননি। পারেননি অজিঙ্কা রাহানেও। সতীর্থদের রান বন্যার সিরিজটি দুঃস্বপ্নের মতো কাটল সহ-অধিনায়কের। সিরিজের শেষ ইনিংসে তিন নম্বরে সুযোগ পেয়েও পারলেন না কাজে লাগাতে। সিরিজের ৫ ইনিংসে রাহানের রান ৪, ০, ২, ১ ও ১০! বাকিদের ব্যাটে যথারীতি রান এসেছে স্রোতের মতো। ৩২তম জন্মদিনে ৯১ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। স্পর্শ করেছেন টেস্টে ২ হাজার ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক। ওয়ানডে ঘরানায় ব্যাট করেছেন বাকিরাও। ৬৬ বলে ৪৯ রান করেছেন চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে ২৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে নিজে ৫৮ বলে ৫০ রান করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক কোহলি। আর ৪৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ইনিংস ঘোষণা করে ভারত। বোলিংয়ে যথারীতি ভারতকে শুরুতে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ শামি। এরপর জাদেজার ওই দুই ছোবল। শেষদিনের চ্যালেঞ্জের আগেই তাই নড়বড়ে শ্রীলঙ্কা। স্কোর কার্ড ভারত প্রথম ইনিংস ৫৩৬/৭ ডিক্লেঃ (১২৭.৫ ওভার; বিজয় ১৫৫, ধাওয়ান ২৩, পুজারা ২৩, কোহলি ২৪৩, রাহানে ১, রোহিত ৬৬, অশ্বিন ৪, ঋদ্ধিমান ৯*, জাদেজা ৫*; লাকমল ০/৮০, গামাগে ২/৯৫, দিলরুয়ান ১/১৪৫, সান্দাকান ৪/১৬৭, ধনঞ্জয়া ০/৪৮) ও দ্বিতীয় ইনিংস ২৪৬/৫ ডিক্লেঃ (৫২.২ ওভার; বিজয় ৯, ধাওয়ান ৬৭, রাহানে ১০, পুজারা ৪৯, কোহলি ৫০, রোহিত ৫০*, জাদেজা ৪*; লাকমল ১/৬০, গামাগে ১/৪৮, দিলরুয়ান ১/৫৪, ধনঞ্জয়া ১/৩১, সান্দাকান ১/৫০)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩৫৬/৯ (১৩০ ওভার; করুনারত্নে ০, দিলরুয়ান ৪২, ধনঞ্জয়া ১, ম্যাথুস ১১১, চান্দিমাল ১৪৭*, সামারাবিক্রমা ৩৩, রোশান সিলভা ০, দিকওয়েলা ০, লাকমল ৫, গামাগে ১, সান্দাকান ০*; শামি ২/৭৪, ইশান্ত ২/৯৩, জাদেজা ২/৮৫, অশ্বিন ৩/৯০) ও দ্বিতীয় ইনিংস ৩১/৩ (১৬ ওভার; লক্ষ্য ৪১০; করুনারত্নে ১৩, সামারাবিক্রমা ৫, ধনঞ্জয়া ১৩*, লাকমল ০, ম্যাথুস ০; ইশান্ত ০/৬, শামি ১/৮, অশ্বিন ০/১২, জাদেজা ২/৫)। ** চতুর্থদিন শেষে
×