ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা আবাহনী সহজেই হারাল বিজেএমসিকে

প্রকাশিত: ০৫:৩৪, ৬ ডিসেম্বর ২০১৭

ঢাকা আবাহনী সহজেই হারাল বিজেএমসিকে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগের ফলটা আশাপ্রদ হয়নি, গোলশূন্য ড্র। তবে দ্বিতীয় লেগে এসে সেই হতাশাজনক ফলটা পাল্টে দিল পেশাদার ফুটবল লীগের সবচেয়ে বেশিবারের শিরোপাধারী ঢাকা আবাহনী লিমিটেড। টিম বিজেএমসির জালে তারা ঢোকাল এক হালি গোল (৪-১)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের দ্বিতীয় এই খেলার প্রথমার্ধে আবাহনী এগিয়ে ছিল ২-১ গোলে। গোল করেন আবাহনীর নাসির উদ্দিন চৌধুরী (১২ মিনিটে), সানডে চিজোবা (৩২), ইমন মাহমুদ বাবু (৭০) এবং এমেকা ডার্র্লিংটন অনুহা (৯০+৩)। আর বিজেএমসির একমাত্র গোলটি করেন এলিটা কিংসলে (৪৯)। নিজেদের পঞ্চদশ ম্যাচে এটা আবাহনীর দশম জয়। ৩৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট শেখ জামাল ধানম-িরও। তবে জামাল ১ ম্যাচ কম খেলার পাশাপাশি গোল গড়েও এগিয়ে আছে আবাহনীর চেয়ে। তাই তারা আছে দুই নম্বরে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা বিজেএমসির সপ্তম হার। ১৬ পয়েন্ট নিয়ে তারাও আছে আগের সপ্তম স্থানে (১২ দলের মধ্যে)। উভয়দলই খেলে ৪-৩-৪ ফর্মেশনে। তবে বাজিমাত করে আবাহনীই। বিশেষ করে তাদের মিডফিল্ডার ইমন মাহমুদ বাবুর গোলটি ছিল দর্শনীয়। কারণ গোলটি হয় তার নেয়া কর্নার থেকে। বিজেএমসি গোলরক্ষক-অধিনায়ক আরিফুজ্জামান হিমেল কর্নারের বলটির গতিপ্রকৃতি বুঝতে পারেননি। ধরতে গিয়ে হাত ফস্কে জড়িয়ে যায় জালে।
×