ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্রসহ আটক মেসির ভাই

প্রকাশিত: ০৫:৩৪, ৬ ডিসেম্বর ২০১৭

অস্ত্রসহ আটক মেসির ভাই

স্পোর্টস রিপোর্টার ॥ আর্জেন্টিনায় মেসির সমালোচনাকারীর অভাব নেই। এইতো দিন দুই আগে দ্বিতীয়বারের মতো তারকা এই ফুটবলারের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে। এবার মেসির ভাইয়ের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। মেসির বড় ভাই মাটিয়াস। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ উঠেছে। যে কারণে তিনি পুলিশের নজরদারিতে আছেন। মাটিয়াসের নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিজ বাড়ির কাছেই একটি ফিশিং ক্লাবে যান মাটিয়াস। সেখানে তিনি একটি দুর্ঘটনায় আহত হন। তার নৌকায় একটি রক্তাক্ত অস্ত্র পাওয়া যায়। অবশ্য মাটিয়াস হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পরে মেসির বড় ভাইয়ের। অবশ্য মাটিয়াসের আইনজীবীর দাবি, যে অস্ত্র পাওয়া গেছে সেটা মাটিয়াসের নয়। ইতোমধ্যে আর্জেন্টিনার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম রক্তের দাগসহ ইঞ্জিনচালিত নৌকার ছবি প্রকাশ করেছে। মাটিয়াসের বাড়ি থেকে ২০ মিনিট গাড়ি চালিয়ে যাওয়া যায় এই ফিশিং ক্লাবে। অভিযোগ অস্বীকার করেছেন মাটিয়াসের পরিবারও। তারা বলছেন, মাটিয়াসের নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়। এ সময় তার চোয়ালের হাড় ভেঙ্গে গেছে ও মুখের বিভিন্ন স্থানে কেটে গেছে। এখন তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেও মাটিয়াসকে ২০১৫ সালের অক্টোবরে আটক করেছিল আর্জেন্টিনার পুলিশ। তার গাড়ি তল্লাশি করে অস্ত্র পাওয়া গিয়েছিল। ২০০৮ সালেও একবার পুলিশের কাছে আটক হয়েছিলেন মেসির বড় ভাই।
×