ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলিদের আলোচিত দক্ষিণ আফ্রিকা সফর

টেস্ট দলে জাসপ্রিত বুমরাহ

প্রকাশিত: ০৫:৩৩, ৬ ডিসেম্বর ২০১৭

টেস্ট দলে জাসপ্রিত বুমরাহ

স্পোর্টস রিপোর্টার ॥ দেশ-বিদেশে টানা ৮টি সিরিজ জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। দিল্লীতে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ম্যাচটা জিতলে টানা ৯ সিরিজ জয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করবে বিরাট কোহলির দল। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ থাকবে সেটিকে একান্তই নিজেদের করে নেয়ার। কাজটা কঠিন। বিশ্লেষকদের ধারণা, অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম সত্যিকারের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন কোহলি। যে কারণে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে বিশ্রামও দেয়া হয়েছে। আলোচিত এই সফরের জন্য সতের সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ রঙিন পোশাকে আলো ছড়ানো জাসপ্রিত বুমরাহ। কন্ডিশনের কথা মাথায় রেখেই পেস আক্রমণে বৈচিত্র্য বাড়ানো হয়েছে। ঋদ্ধিমান সাহার পাশাপাশি বিকল্প উইকেটরক্ষক হিসেবে আছেন পার্থিব প্যাটেল। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম শেষে ফিরেছেন তারকা অলরাউন্ডার হারদিক পা-িয়াও। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্সের পুরস্কার পেলেন ব্যতিক্রম বোলিং এ্যাকশনের অধিকারী বুমরাহ। দেড় বছরেরও কম সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৮ ওয়ানডেতে ৫২ ও ৩০ টি২০তে ৪০ উইকেট নিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার। ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচেও দারুণ বোলিংয়ে ২৬ ম্যাচে তার শিকার সংখ্যা ৮৯। বিশ্রামের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে না থাকলেও দক্ষিণ আফ্রিকায় যথারীতি অধিনায়ক সুপার কোহলি। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে। এছাড়া চ্যালেঞ্জিং এই সফরে আবারও পার্থিব প্যাটেলের ডাক পাওয়াটা আলোচিত। মঙ্গলবার বিসিসিআইয়ের প্রধান নির্বাচক শ্রীকান্ত প্রাসাদ ও সেক্রেটারি আমিতাভ চৌধুরী টেস্ট দল ঘোষণা করেন। ২০১৭ নতুন বছরের শুরুতে কেপটাউন টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অভিযান শুরু করবে কোহলিবাহিনী। দক্ষিণ আফ্রিকায় ৬ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলতে যাবে ভারত। এই সফরে হার্দিক পা-িয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরাহর মতো পেসাররা রয়েছেন। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ আগামী ২৮ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। ভারতের টেস্ট দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, রোহিত শর্মা, হারদিক পা-িয়া, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, পার্থিব প্যাটেল ও জাসপ্রিত বুমরাহ।
×