ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্রাম পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা

প্রকাশিত: ০৫:৩২, ৬ ডিসেম্বর ২০১৭

বিশ্রাম পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসে শ্রীলঙ্কার সঙ্গে ঘরোয়া সিরিজ পরবর্তী আন্তর্জাতিক ব্যস্ততা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে টানা খেলার মধ্যে থাকতে হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। দেড় মাসব্যাপী দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ফিরে কয়েকদিনের মধ্যেই সব ক্রিকেটার নেমে পড়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে। প্রায় দেড় মাস ধরে এই আসরে ব্যস্ত থেকেছেন তারা। লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ খেলার আগে খুব বেশি সময় পাবেন না ক্রিকেটাররা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান জানালেন বিপিএল শেষে ১০/১২ দিনের বিশ্রাম দেয়া হবে খেলোয়াড়দের। এরপরই শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করা হবে। গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর করে বাংলাদেশ দল। ওই সফরে দুই টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচ খেলে দেশে ফেরেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহীমরা। এর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যায় বিপিএল। সেখানে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা, কোন বিশ্রাম নেয়ার সুযোগ পাননি। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি। এ বিষয়ে আকরাম বলেন, ‘আমরা নিজেরা আলাপ-আলোচনা করেছি। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর দক্ষিণ আফ্রিকা গেল ৪৫ দিনের জন্য। এরপর দেশে ফিরে ৩/৪ দিন পরই বিপিএল। বিপিএলে কিন্তু সংস্করণটা অনেক প্রভাব ফেলে, শারীরিকভাবে বলেন কিংবা মানসিকভাবে। বিপিএলের পর কিছুদিন বিশ্রাম দিয়ে ক্যাম্পটা শুরু করব।’ দ্বিপাক্ষিক সিরিজের মধ্যেই আবার একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা আছে। সেটার সময়সূচীও দ্রুত দেয়া হবে বলে জানিয়েছেন আকরাম, ‘বিপিএলের পর ১০/১২ দিন বিশ্রাম দিয়ে শুরু করব ক্যাম্প। আমরা ২/১ দিনের মধ্যে সময়সূচী (ত্রিদেশীয় সিরিজ) দিয়ে দিব। দুটি টি২০, তারপর ত্রিদেশীয় তারপর টেস্ট দুটা।’
×