ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আফ্রিকান দল না থাকায় খুশি নেইমার

প্রকাশিত: ০৫:৩২, ৬ ডিসেম্বর ২০১৭

আফ্রিকান দল না থাকায় খুশি নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের গ্রুপপর্বের ড্র। এবারের ড্র’তে তথাকথিত ডেথ গ্রুপ নেই। তবে কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও জার্মানি। ব্রাজিল পেয়েছে অনেকটা সহজ গ্রুপ। শুধু তাই নয়, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপে নেই আফ্রিকান কোন দেশ। এ কারণে বেজায় খুশি ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি নাইজিরিয়ার মতো দল গ্রুপে না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। ড্রয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাইজিরিয়াকেই সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি। তিনি বলেছেন আফ্রিকার সুপার ইগলরা খুবই বিপজ্জনক দল। আর্জেন্টিনা কোচের সঙ্গে সুর মিলিয়েছেন নেইমারও। ব্রাাজিল তারকাও নাইজিরিয়াকে আখ্যায়িত করেছেন বিপজ্জনক দল হিসেবে। বলেছেন, নাইজিরিয়াকে গ্রুপপর্বে এড়াতে পেরে তিনি খুব খুশি। শুধু নাইজিরিয়া নয়, ব্রাজিলের গ্রুপে আফ্রিকার কোন দেশই পড়েনি। ‘ই’ গ্রুপে তাদের সঙ্গী ইউরোপের দুই দেশ সুইজারল্যান্ড ও সার্বিয়া এবং কনকাকাফ অঞ্চলের দল কোস্টারিকা। নাইজিরিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত একটাই মাত্র ম্যাচ খেলেছে ব্রাজিল। নেইমারের সেই ম্যাচের কথা সেভাবে মনে থাকার কথা নয়। কারণ ২০০৩ সালে একমাত্র ওই দ্বৈরথের সময় নেইমারের বয়স ছিল মাত্র ১১ বছর। ফুটবলে হাতেখড়িটা তখনও সেভাবে হয়নি। তাছাড়া মনে থাকলেও নেইমারের তাতে খুশিই হওয়ার কথা। কারণ নাইজিরিয়ার ঘরের মাঠের একমাত্র ওই ম্যাচে ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। আফ্রিকান দল না থাকা প্রসঙ্গে সাক্ষাতকারে নেইমার বলেন, আমি খুব খুশি। কারণ গ্রুপপর্বে নাইজিরিয়ার মতো আফ্রিকার দেশগুলোর বিপক্ষে আমাদের খেলতে হবে না। তারা প্রচুর দৌড়ায় এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী। তাছাড়া তাদের খেলাও অনেকটা শরীরনির্ভর। তবে কোন সন্দেহ নেই, বিশ্বকাপের সবদলই শক্তিশালী। ২৫ বছর বয়সী নেইমার খুশি নিজেদের গ্রুপ নিয়েও। পাশাপাশি এটাও বলেছেন, তাদের গ্রুপের দলগুলোর বিরুদ্ধেও খেলাটা হবে কঠিন। তবে লক্ষ্য যেহেতু শিরোপা, শুধু গ্রুপসঙ্গীদের বিপক্ষে নয়, সব শক্তিশালী দলের মোকাবেলা করতেই প্রস্তুত নেইমার। বলেছেন, শিরোপা জিততে হলে নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটাই ঢেলে দিতে হবে। নেইমার শুরুটা চান দারুণ। বলেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়াটা জরুরী। প্রথম ম্যাচে ভাল ফল পেতে হলে ব্রাজিলকে সামর্থ্যরে সেরা খেলাটাই খেলতে হবে। আমাদের গ্রুপে যে দলগুলো পড়েছে তাদের বিপক্ষে খেলাটা সত্যিই কঠিন হবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
×