ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এলিমিনেটর খেলবে রংপুর, কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ, ঢাকা-রংপুর এবং কুমিল্লা-সিলেট মুখোমুখি

আজ শেষ হচ্ছে বিপিএলের লীগপর্ব

প্রকাশিত: ০৫:৩১, ৬ ডিসেম্বর ২০১৭

আজ শেষ হচ্ছে বিপিএলের লীগপর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছিল শীর্ষ দল হিসেবেই লীগপর্ব শেষে কোয়ালিফায়ার খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তাদের প্রতিপক্ষ হিসেবে কোন দলটি থাকবে সেটা নিশ্চিতের সমীকরণে ছিল তিন দল খুলনা টাইটান্স, ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিরুদ্ধে খুলনা ১৪ রানে জেতার কারণে দ্বিতীয় হওয়ার রেস থেকে ছিটকে গেছে রংপুর। নিশ্চিত হয়েছে তারা এলিমিনেটর ম্যাচ খেলবে। তবে দুইয়ে ওঠার লড়াইয়ে এখনও ভালভাবেই আছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা। আজ রংপুরের বিরুদ্ধে জয় তুলে নিতে পারলেই পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসবে তারা। দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টায় জয়ের ধারায় ফেরার লড়াইয়ে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে কুমিল্লা। দুটি ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ দুটি ম্যাচ দিয়েই পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের লীগপর্বের সমাপ্তি ঘটছে। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টানা জয়ের মধ্যে থাকা কুমিল্লাকে থামিয়ে দেয় খুলনা। দ্বিতীয় স্থানে ওঠার জন্য এ জয়টি অতীব গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। সবার আগে লীগপর্ব শেষ করেছে তারা জয় দিয়েই। এটি ছিল তাদের সপ্তম জয় এবং এর পাশাপাশি ১টি পরিত্যক্ত ম্যাচ ও ৪ পরাজয়ে ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২। খুলনার নেট রানরেট ০.০৭৫। এ কারণেই ঢাকা শেষ ম্যাচ জিততে পারলেই হবে। কারণ ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন তিনে। কিন্তু বেশ স্বাস্থ্যবান তাদের নেট রানরেট (১.৫৮৭)। ঢাকার রানরেট চলতি লীগে অন্য যে কোন দলের চেয়ে অনেক বেশি। আজ তারা রংপুরের কাছে হেরে গেলেও নেট রানরেটে অনেক এগিয়ে থাকবে তারা। কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় স্থান নিয়ে খুলনা খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সেখানে কুমিল্লা আগেই নিজেদের নামটি নিশ্চিত করে রেখেছে। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে তাই ওই ম্যাচটিকে অনেকে সেমিফাইনাল হিসেবেও বিবেচনা করছেন। আর সে কারণেই দ্বিতীয় হওয়ার জন্য এত লড়াই। খুলনা জেতার কারণে রংপুরের এলিমিনেটর নিশ্চিত হয়েছে। তবে এখনও অবস্থান নিশ্চিত হয়নি এই তিনটি দলের (কুমিল্লা, ঢাকা ও রংপুর)। আজ রংপুর জিতলে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হতে পারবে। সেক্ষেত্রে ঢাকার অবস্থান হবে চার নম্বরে। তখন তাদের এলিমিনেটর ম্যাচ খেলতে হবে আবার রংপুরের সঙ্গেই শুক্রবার। তবে ঢাকা জিতলে রংপুর-খুলনা খেলবে এলিমিনেটর। ঢাকা ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করবে। এ কারণে আজকের এই ম্যাচটি ঘিরে থাকছে বাড়তি উত্তেজনার রেশ। আজ দ্বিতীয় ম্যাচটি নিয়ে কারও কোন আগ্রহের কারণ নেই। কারণ দুইদিন আগেই নিশ্চিত হয়েছে সিলেট, রাজশাহী ও চিটাগং ভাইকিংস লীগপর্ব থেকেই ছিটকে গেছে। আজ দ্বিতীয় ম্যাচে নিজেদের শেষ খেলায় বাদ পড়া সিলেট আজ খেলবে শীর্ষস্থানে থাকা কুমিল্লার। টানা তিন ম্যাচ জেতার পর মঙ্গলবার আবার হারের মুখ দেখা কুমিল্লা অবশ্য আজ জিতেই লীগপর্ব শেষ করতে চায়। আর সিলেটের লক্ষ্য বাদ পড়লেও জয় দিয়ে সুখস্মৃতি নিয়ে লীগপর্ব শেষ করা। এই মুহূর্তে তারা ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ৫ নম্বরে। জিততে পারলে এই অবস্থানেই থাকতে পারবে তারা। উল্লেখ্য, এবার বিপিএলে নবাগত দল হিসেবে শুরুটা দুর্দান্ত হয়েছিল সিলেটের। প্রথম তিন ম্যাচেই জিতেছিল। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। টানা ৭ ম্যাচ জয়শূন্য থাকার পর অবশেষে গত ৩ ডিসেম্বর চিটাগংয়ের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল জয়ে নিজেদের ফিরে পায় নাসির হোসেনের দলটি। কিন্তু অসময়ে জ্বলে ওঠাটা কোন কাজে আসেনি তাদের।
×