ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণতন্ত্র মুক্তি দিবস আজ

প্রকাশিত: ০৫:২৩, ৬ ডিসেম্বর ২০১৭

গণতন্ত্র মুক্তি দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ৬ ডিসেম্বর, গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন শেষে ১৯৯০ সালের আজকের দিনটিতে গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে স্বৈরশাসক এরশাদের। এদিন তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দিবসটিকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন নামে পালন করে আসছে। আওয়ামী লীগ ‘গণতন্ত্র মুক্তি দিবস’ এবং বিএনপি ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ আর এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসাবে পালন করে থাকে। গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, গণতন্ত্রের ভিত্তিকে গড়ে তুলি জাতির পিতার ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা। কোন অশুভ শক্তির ষড়যন্ত্রই আমাদের সত্য ও ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা এগিয়ে যাবই। গণতন্ত্র মুক্তি দিবসে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার’। দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি ঘিরে আজ বুধবার বিভিন্ন দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে। এরমধ্যে রয়েছে আলোচনা সভা, সমাবেশ প্রভৃতি। তবে এই দিবস উপলক্ষে আজ দুপুর আড়াইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য। এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ৮০-র দশকের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সংগঠনের ঢাকা অঞ্চল সভাপতি মিল্টন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম।
×