ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই ঘটনা দুঃখজনক ॥ স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিভিল সার্জনকে দন্ড ॥ এডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব

প্রকাশিত: ০৫:১৯, ৬ ডিসেম্বর ২০১৭

সাবেক সিভিল সার্জনকে দন্ড ॥ এডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগে লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সালাহ উদ্দিন শরিফকে মোবাইল কোর্টে তিন মাসের সাজা দেয়ার ঘটনার ব্যাখ্যা দিতে এডিসি ও সাজা প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তাদেরকে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ সালাহ উদ্দিন শরিফকে তড়িঘড়ি জেল দেয়া ঠিক হয়নি, এটা একটি দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের কর্মকর্তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনায় তড়িঘড়ি একজন সাবেক সিভিল সার্জনকে জেলে দেয়া সমীচীন হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে জঙ্গীবাদ ও উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ থাকা রাজধানীর গুলশান ও ধানমন্ডির লেকহেড গ্রামার স্কুলের দু’টি শাখা আরও ৭ দিন বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। আদালত আদেশের পরও ধানমন্ডির আবাসিক এলাকা থেকে ম্যাপললিফ স্কুল না সরানোয় আদালতের তলবে হাজিরা দিয়েছেন স্কুলটির অধ্যক্ষ আলী কারাম রেজা। টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লী কেন বন্ধ করা হবে না এবং তাদের পুনর্বাসন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা নাশকতার ৫ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, বিসিএস নন-ক্যাডারদের জন্য স্বতন্ত্র বিধিমালা প্রয়োজন। দুইটা স্ট্রিমকে (বিএসএস ক্যাডার-নন ক্যাডার) স্বতন্ত্র রাখা উচিত। এ মামলায় অপর দুই অ্যামিকাস কিউরি আগামী ১৮ জানুয়ারি তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করবেন। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগে লক্ষ্মীপুরের প্রাক্তন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন শরিফকে মোবাইল কোর্টে তিন মাসের সাজা দেওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে এডিসি ও সাজা প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও হাসান এম এস আজিম। সোমবার লক্ষ্মীপুর ডিসি কলোনির ভেতরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত কাকলি শিশু অঙ্গন বিদ্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে সালাহ উদ্দিন শরিফ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে সালাহ উদ্দিন শরিফকে ‘অসদাচরণের দায়ে’ তিন মাসের বিনাশ্রম কারাদ- দেন। সালাহ উদ্দিন শরিফকে মঙ্গলবার পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন দেন লক্ষ্মীপুর জেলা হাকিম আদালতের বিচারক মীর শওকত হোসেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্মীপুরের ঘটনার ওপর প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রীমকোর্টের আইনজীবী কামাল হোসেন নিয়াজী এবং আশফাকুর রহরমান মঙ্গলবার সকালে একটি রিট দায়ের করেন। দুই কর্মকর্তাকে তলবের পাশাপাশি ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। আইন সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে কত দিনের মধ্যে রুলের জবাব দিতে হবে তা বলা হয়নি আদেশে। এটা দুঃখজনক লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডাঃ সালাহ উদ্দিন শরিফকে তড়িঘড়ি করে জেল দেয়া ঠিক হয়নি, এটা একটি দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে ৯ দিনব্যাপী ফ্রী বার্ন ও প্লাস্টিক সার্জারি ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া হাই কমিশনের পরামর্শদাতা ইধাম জুহুরি মোঃ ইউনুস, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান, মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজীব হাসান প্রমুখ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, একজন সাবেক সিভিল সার্জন ও প্রশাসনের কর্মকর্তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনায় তড়িঘড়ি করে সাবেক সিভিল সার্জনকে জেলে দেয়া সমীচীন হয়নি। তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক, আমি আইনমন্ত্রীকে বলেছি, সিভিল সার্জনকে দ্রুত ছেড়ে দেয়ার জন্য। সরকারী কর্মকর্তাদের মধ্যে এ ধরনের ঘটনা না হওয়াই ভালো। সকল সরকারী কর্মকর্তারা জনগণের সেবক। সামান্য একটি ঘটনার সঙ্গে সঙ্গে একজনকে জেলে পাঠানো হলে একটি রিয়েকশন হতে পারে। আমরা সজাগ আছি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। লেকহেড গ্রামার স্কুল জঙ্গীবাদ ও উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ থাকা রাজধানীর গুলশান ও ধানমন্ডির লেকহেড গ্রামার স্কুলের দু’টি শাখা আরও ৭ দিন বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। আদালতের আদেশে বলা হয়েছে এই ম্যানেজিং কমিটির প্রধান থাকবেন একজন বিভাগীয় কমিশনার। সেইসঙ্গে এ স্কুলের পিন্সিপাল হিসেবে একজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দিতে বলা হয়েছে। এরপর আর স্কুল পরিচালনা করতে আর বাধা থাকবে না। মঙ্গলবার আদালতের আদেশের পর গণমাধ্যমকে এ তথ্য জানান ব্যারিস্টার রাশনা ইমাম। তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী ৭ দিন পর স্কুল পরিচালনায় আর কোনো বাধা থাকবে না। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীলের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপীল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন এ্যাাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে লেকহেড স্কুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম, এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। তাদের সঙ্গে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার রাশনা ইমাম। ম্যাপল লিফ স্কুল আদালত আদেশের পরও ধানমন্ডির আবাসিক এলাকা থেকে ম্যাপললিফ স্কুল না সরানোয় আদালতের তলবে হাজিরা দিয়েছেন স্কুলটির অধ্যক্ষ আলী কারাম রেজা। মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে শুনানির জন্য পরবর্তীতে সময় নির্ধারণ করেছেন। আদালতে অধ্যক্ষ আলী কারাম রেজার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম সুজন। আবেদনের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। ৫ মামলা স্থগিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা নাশকতার ৫ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। আদালতে মিন্টুর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আবেদন করা হবে। মামলার বিবরণে জানা যায়, আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে ২০১৩ সালে রাজধানীর মতিঝিল থানায় একটি ও ২০১৫ সালে পল্টন থানায় চারটি মামলা দায়ের করা হয়। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করে পুলিশ।
×