ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

প্রকাশিত: ০৪:৩৩, ৬ ডিসেম্বর ২০১৭

ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৫ ডিসেম্বর ॥ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘিতে ওএমএস এর চাল ক্রয়ে নিয়মের বেশি চাল দাবি করাকে কেন্দ্র করে মারপিট এবং ছুরিকাঘাতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থান্তান্তর করে। আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের লালচাঁন আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হকের ছোট ভাই জিয়াউল হক ওএমএস এর ডিলার নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় সরকারী নিয়ম অনুসারে জনপ্রতি ৫ কেজি হিসাবে চাল বিক্রয় করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রতিপক্ষের লোকজন সরকারী নিয়ম নীতির বাইরে জোরপূর্বক বেশি পরিমাণ চাল ক্রয় করে। কিছুক্ষণ পর ফের চাল নিতে আসে। তাদের চাল না দিলে এনামুল হকের ছোট ভাই জিয়াউল হককে মারপিট করে। এ সময় এনামুল বাধা দিলে লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ তার ওপর হামলা করে। এতে এনামুল হকের শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। গলাচিপা ইউএনও অফিসে চুরি স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার গভীর রাতে চুরি হয়েছে। চোরেরা অফিস সহকারীর কক্ষের স্টিলের আলমারী ও ফাইল কেবিনেট ভেঙ্গে প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং শিক্ষা অফিসের সহকারীর কক্ষের তালা ভেঙ্গে স্টিলের আলমারী থেকে প্রায় ২২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ইউএনও অফিস সূত্রে জানা যায়, অফিসের নৈশপ্রহরী ছুটিতে থাকায় এ চুরি হয়। এছাড়া, উপজেলা কমপ্লেক্স মসজিদের মোয়াজ্জিন অফিসের সামনের দরজায় তালা দিয়েও চুরির তৎপরতা চালায়।
×