ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে সফটওয়্যার পার্কের উদ্বোধন ১০ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:৩৩, ৬ ডিসেম্বর ২০১৭

যশোরে সফটওয়্যার পার্কের উদ্বোধন ১০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন আগামী ১০ ডিসেম্বর। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পার্ক উদ্বোধন করবেন। এই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ। এ পার্কে ৫৫টি কোম্পানিকে মূলভবনের আইটি ব্যবসার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ৩০৫ কোটি টাকার প্রকল্পের ২৯০ কোটি টাকা ইতিমধ্যে ব্যয় হয়েছে। শীতলক্ষ্যায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর আলামিননগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে দ্বিতীয় দিনের অভিযানে সীমানা পিলারের ভেতরের আরও প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এ সময় পূবালী সল্ট, পপুলার জুট মিলস, হাফিজ জুট মিলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতবাড়ির সামনে নদী দখল করে গড়ে তোলা ২০টি পাকা দেয়াল, ৫টি সেমি পাকা ঘর, ৫টি পাকা সিঁড়ি, ১০টি কাঁচা স্থাপনাসহ প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া নদীর তীরে একটি অবৈধ ড্রেজার ও পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি।
×