ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে ৬ ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ০৪:৩০, ৬ ডিসেম্বর ২০১৭

সোনারগাঁয়ে ৬ ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভুয়া ডাক্তার জানে আলমকে ৩০ হাজার ও ৬টি ফার্মেসিকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সরকারী কমিশনার (ভূমি) বিএম রুহল আমিন রিমনের নেতৃত্বে পরিচালিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওষুধ তদারককারী কর্মকর্তা ফখরুল ইসলাম। মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ভূঁইয়া ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা, বাবার দোয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসিকে ১ হাজার টাকা, অভি ফার্মেসিকে ১ হাজার টাকা, হুমাইয়া ফার্মেসিকে ১ হাজার টাকা ও জামান মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জামান ফার্মেসি থেকে জানে আলম নামের এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা অর্থদ- করে ছেড়ে দেয়া হয়।
×