ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবি নৃ-বিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষেই ১৮ মাস!

প্রকাশিত: ০৪:৩০, ৬ ডিসেম্বর ২০১৭

চবি নৃ-বিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষেই ১৮ মাস!

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চতুর্থ বর্ষেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কেটেছে ১৮ মাস। পরীক্ষার তারিখ ঘোষণা হলেও আইনী জটিলতায় আটকে গেছে পরীক্ষা। তাই নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। হতাশা ও ক্ষোভ জানিয়ে দ্রুত পরীক্ষা শুরু করার দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলতি বছরের ২০ আগস্ট চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার কিছুদিন পূর্বে ওই পরীক্ষা কমিটির সভাপতিকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর সূত্র ধরে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে রিট করেন ওই শিক্ষক। যার ফলে ওই পরীক্ষা কার্যক্রমে স্থগিতাদেশ প্রদান করে আদালত। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী সাজেদা কাকলী বলেন, আমরা পরীক্ষা চাই, সেশনজট নয়। বিভাগ ও বিশ্ববিদ্যালয় দ্রুত এ জটিলতা নিরসন করে আমাদের মুক্তি দেবে। প্রমিস চাকমা নামের আরেক শিক্ষার্থী বলেন, পরীক্ষা না হওয়ায় অনিশ্চিয়তায় আছি। আমাদের এই সময় নষ্ট হওয়ার দায়ভার কে নেবে। এর সুরাহা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। জানতে চাইলে চবি নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি এন এম সাজ্জাদুল হক বলেন, আমরা এ বিষয়ে একবার উদ্যোগ নিয়েছিলাম। পরীক্ষা নিতে বাধা আইনী বাধা নেই বলে এক চিঠিতে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক দফতর। সে অনুসারে পরীক্ষা শুরুর প্রস্তুতি নিলেও ওই চিঠিকে অন্তর্ভুক্ত করে উচ্চ আদালত পূর্বের স্থগিতাদেশের আওতাধীন করে। বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করছে।
×