ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরের বিয়ে করা হলো না

প্রকাশিত: ০৪:২৯, ৬ ডিসেম্বর ২০১৭

বরের বিয়ে করা হলো না

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৫ ডিসেম্বর ॥ বিয়ে অনুষ্ঠানের জন্য আত্মীয় স্বজনের সমাবেশ, ভূরিভোজের যাবতীয় আয়োজনসহ সব প্রস্তুতি গ্রহণ করার পর অবশেষে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণীর ছাত্রী মনিষা বেগম (১৬)। সোমবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর গ্রামে এ বিয়ে বন্ধের ঘটনা ঘটে। নসরতপুর গ্রামের মনজুর হোসেনের মেয়ে নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মনিষা বেগমকে বাল্যবিবাহ দেয়ার আয়োজন সম্পন্ন করা হয়। এ সময় নির্বাহী অফিসার রোজাউল করিম বাল্যবিবাহ বন্ধ করার নির্দেশ দেন। শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৫ ডিসেম্বর ॥ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। পার্বতীপুর পৌর অডিটরিয়ামে মঙ্গলবার অনুষ্ঠানে মন্ত্রীসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, ইউএনও তরফদার মাহমুদুর রহমান, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা রানী, সরকারপাড়া স. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
×