ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ী হত্যা মামলা

প্রকাশিত: ০৪:২৮, ৬ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ী হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পরিবহন ব্যবসায়ী হারুন হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন তার বড় ভাই হুমায়ুন চৌধুরী। সোমবার রাতে সিএমপির সদরঘাট থানায় দায়ের করা এ মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে ১০ জনের নাম উল্লেখ করেছেন বাদী। পূর্ব শত্রুতার জের ধরে হারুনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এজাহারে। মামলায় সুনির্দিষ্ট আসামি কাউকে করা না হলেও সন্দেহভাজন হিসেবে শাওন, লিটন, ইফতেখার, নুরনবী এবং আলমগীরসহ দশ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে, হত্যাকা-ের জন্য স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপি। তবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এই দুটি সংগঠন। প্রসঙ্গত পরিবহন ব্যবসায়ী হারুন চৌধুরী বিএনপির প্রয়াত নেতা দস্তগীর চৌধুরীর ভাইপো। তিনি ছিলেন সদরঘাট থানার জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক। গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে নগরীর মাদারবাড়ি এলাকায় শুভপুর বাসস্ট্যান্ডের পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হন হারুন।
×