ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরে পূজা উদযাপন পরিষদ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:২৮, ৬ ডিসেম্বর ২০১৭

নাটোরে পূজা উদযাপন পরিষদ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ ডিসেম্বর ॥ সদর উপজেলার হালসা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন মন্ডলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার হালসা বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত নিরঞ্জন মন্ডলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহত নিরঞ্জন মন্ডল একই এলাকার ঝড়ু মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, রাতে নিরঞ্জন মন্ডল হালসা বাজারের একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন। এ সময় নয়ন সরকার নামের এক ব্যক্তি সেখানে গিয়ে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সান্তাহারে পাঁচ মূর্তি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৫ ডিসেম্বর ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামের হিন্দুপাড়ার দুর্গা মন্দিরের পাঁচ মূর্তি মাথা ও হাত ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভাংচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, ওই গ্রামের হিন্দুপাড়ায় ৩০ হিন্দু পরিবার বসবাস করে। তারা বাপ দাদার আমল থেকে দুর্গা মন্দিরে সব ধরনের পূজা করে আসছিল। মঙ্গলবার সকালে ফের পূজা করতে গিয়ে দেখে কে বা কারা মূর্তিগুলোর মাথা ও হাত ভেঙ্গে নিয়ে গেছে।
×