ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউবিতে গবেষকদের কর্মশালা

প্রকাশিত: ০৪:২৬, ৬ ডিসেম্বর ২০১৭

বাউবিতে গবেষকদের কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ উচ্চ শিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমফিল প্রোগ্রামে আবেদনকৃত গবেষকদের নিয়ে সোমবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘How to Prepare a Research Proposal’ শীর্ষক এ কর্মশালা বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন গবেষণা প্রস্তাবনা, প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন। কর্মশালায় অন্যদের মধ্যে আলোচনা করেন স্কুল অব এডুকেশন এর ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সুফিয়া বেগম ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. শফিকুল আলম। কর্মশালায় উচ্চ শিক্ষাস্তরের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের নবীন গবেষকসহ বিভিন্ন পেশার ৭০ জন অংশগ্রহণ করেন। ঈদ-ই- মিলাদুন্নবী উদ্যাপিত রবিবার ‘আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভা-ারিয়া’র উদ্যোগে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (দঃ) উদ্যাপিত হয়েছে। এদিন উপলক্ষে রাজধানীর গুলিস্থান মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তন থেকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আওলাদে রাসূল (দঃ), হযরত গাউছুল আযম শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভা-ারী (কঃ) এর পৌত্র সূফীকুল শিরোমণি, শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদের আওলাদ, মাইজভান্ডার দরবার শরীফের বেলায়ত ও খেলাফতের উত্তরাধিকারী আলহাজ শাহ্সূফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভা-ারী (মাঃ জিঃ আঃ) এর নেতৃত্বে ধর্মীয় জশন্নে জুলুস (র‌্যালি) বের হয়। র‌্যালিটি জাতীয় প্রেসক্লাব হয়ে ইউবিএল ক্রসিং ঘুরে ফের মহানগর নাট্যমঞ্চে গিয়ে শেষ হয়। এতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মশিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ এ্যাডভোকেট সামছুল হক টুকু এমপিসহ দেশবরেণ্য হক্কানী উলামা কেরামগণ, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীগণ, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সোয়া ১০টায় শুরু হয় ‘ঈদ-ই- মিলাদুন্নবী (দঃ)’র তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। -বিজ্ঞপ্তি। ইস্টার্ন ভার্সিটিতে সিএসই ফেস্ট অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটি কম্পিউটিং ক্লাবের আয়োজনে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ‘সিএসই ফেস্ট’ ২০১৭। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজনে ছিল প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, লুডু, দাবা, কেরাম, টেবিল টেনিস, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজসহ নানা প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্বে ‘ডিজিটাল ওয়ার্ল্ড এ্যাক্টিভেশন’ শীর্ষক সেমিনারের আয়োজন ছিল মনমুগ্ধকর। এতে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ। অনুষ্ঠানের শেষাংশে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। -বিজ্ঞপ্তি।
×