ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পচা ফলের ডাম্পিং ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:২৫, ৬ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে পচা ফলের ডাম্পিং ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরে বিভিন্ন সময়ে কাস্টমসের জব্দ করা বিপুল পরিমাণ ফলমূল ডাম্পিং করা হচ্ছে বিমানবন্দর সড়কের বিজয়নগর এলাকায়। আর পচা ফলের দুর্গন্ধে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এ অবস্থায় মঙ্গলবার সকালে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য সড়কে ব্যারিকেড দেয় এলাকাবাসী। এতে উপস্থিত ছিল কয়েক হাজার মানুষ। এ সময় যানজটের সৃষ্টি হয়। তারা সেখানে পচা ফলের ডাম্পিং বন্ধ এবং ফেলা ফলগুলো সরিয়ে নেয়ার দাবি জানায়। এদিকে, আকস্মিক এ অবরোধের কারণে বিমানবন্দর সড়কে নেমে আসে ভোগান্তি। বিমানযাত্রীদের অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটেই রওয়ানা দেন বিমান বন্দরের গন্তব্যের উদ্দেশে। কাস্টমসের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্দরে বিভিন্ন সময়ে আটক করা ফলের মধ্যে পচে যাওয়া ৯৫ ট্রাক ফল বিজয়নগর এলাকায় ফেলার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস। এরমধ্যে সোমবার পর্যন্ত প্রায় ২০ ট্রাক ফল ফেলা হয়েছে। মঙ্গলবার আরও ১০ ট্রাক ফল সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এলাকার লোকজনের বাধার মুখে সেগুলো ফেলা যায়নি। এ নিয়ে এলাকার প্রতিনিধি, কাস্টমস কর্তৃপক্ষ এবং পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৈঠকে বসেছেন। আপাতত সেখানে বাকি ফলগুলো না ফেলার বিকল্প চিন্তা ভাবনা চলছে।
×