ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষক পেটানো যুবলীগ নেতার বিচার দাবি

প্রকাশিত: ০৪:২৫, ৬ ডিসেম্বর ২০১৭

শিক্ষক পেটানো যুবলীগ নেতার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৫ ডিসেম্বর ॥ আমতলী খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপনকে পেটানো বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বহিষ্কৃত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সোবাহান লিটনের বিচারের দাবিতে আল্টিমেটাম ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব আব্দুল খালেক স্বাক্ষরিত এক চিঠিতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সকাল ১০ টা থেকে আধা ঘণ্টা কর্মবিরতি ও প্রতিবাদ সভা এবং ১৩ ডিসেম্বরের মধ্যে আবদুস সোবাহান লিটনকে গ্রেফতার করা না হলে ১৪ ডিসেম্বর দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালন করার আল্টিমেটাম দেয়া হয়। জানা গেছে, আমতলীর খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী নিয়োগের জন্য প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপন বিধি মোতাবেক ৩০ নবেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান লিটনের মনঃপূত হয়নি। এতে ক্ষিপ্ত হয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। সভাপতি পত্রিকার বিজ্ঞপ্তি গোপন রেখে তার পছন্দের প্রার্থী নিয়োগ দেয়ার জন্য প্রধান শিক্ষককে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যায় সভাপতি আবদুস সোবাহান লিটন, ভাই সোহাগ, সান্টু, তার স্ত্রীর বড় ভাই শিমন শরীফ ও সহযোগী সোহরাব হোসেন প্রধানশিক্ষককে পিটিয়ে আহত করে।
×