ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়া শহরে বেড়েছে চুরি ছিনতাই ॥ কাজে আসছে না সিসি ক্যামেরা

প্রকাশিত: ০৪:২৪, ৬ ডিসেম্বর ২০১৭

বগুড়া শহরে বেড়েছে চুরি ছিনতাই ॥ কাজে আসছে না সিসি ক্যামেরা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া নগরী ও শহরতলি এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে চুরির ঘটনা। ছিনতাইকারীর ছুরিকাঘাতে হতাহতের ঘটনা ঘটছে। পুলিশ ছিনতাইয়ের বেশিরভাগ ঘটনার কূল কিনারা করতে পারছে না। তবে পুলিশ বলেছে, চুরি ছিনতাই দমনে তাদের টহল বাড়ানো হয়েছে। রাত ৮টার পর নগরী ও শহরতলির কোন এলাকাই আর নিরাপদ থাকছে না। ফিডার রোড ও গলিপথগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ছিনতাইকারী ও অপরাধীরা কখনও সংঘবদ্ধ হয়ে কখনও ছড়িয়ে ছিটিয়ে ওঁৎ পেতে থাকে। যদিও নগরীর পাড়া মহল্লার অনেক স্থানে এলাকাবাসী নিজ উদ্যোগে নৈশ প্রহরীর ব্যবস্থা করেছে তারপরও অপরাধীরা সুযোগ বুঝে চুরি ছিনতাই করছে। কোন কোন এলাকায় দিনের বেলাতেও চুরি হচ্ছে। বগুড়া পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের কিছু অংশে বৈদ্যুতিক পোলে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে। তারপরও সিসি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এর অন্যতম কারণ সিসি ক্যামেরাগুলোর ফ্রেমরেট ও মেগাপিক্সেল ধারণ ক্ষমতা খুবই কম। তবে বগুড়া পুলিশ ছিনতাই হওয়া কয়েকটি সেল ফোন (মোবাইল ফোন) ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর জেনে ট্র্যাকিং করে উদ্ধার করে দিয়েছে। বগুড়ায় গেল ২১ দিনে খুনের ঘটনা ঘটেছে ৫টি। এর মধ্যে দুইটি খুন হয়েছে ছিনতাইকারীর হাতে। ছিনতাইয়ের একটি খুনের ঘটনা ঘটেছে সন্ধ্যা রাতে নগরীর কেন্দ্রস্থল সাতমাথার কাছে ফিডার রোডের ধারে। বগুড়া নগরীর সেউজগাড়ি, জলেশ্বরিতলা, মালতিনগর, মালগ্রাম, সবুজবাগ, খান্দার, কামারগাড়ি, জামিলনগর, নামাজগড়, কাটনারপাড়া, চেলোপাড়া, উপশহর, বাদুরতলা, চেলোপাড়া, নারুলী, নাটাইপাড়া, চকসুত্রাপুর, ফুলবাড়ি এলাকায় কোন না কোন বাড়িতে প্রায়শই চুরি ও ছিনতাই হচ্ছে। ছিনতাইয়ের ঘটনার উল্লেখযোগ্য পয়েন্টগুলো হলো : আলতাফুন্নেছা খেলার মাঠের দুই ধারের গলিপথ, সবুজবাগে কৃষি ফার্মের সামনে ও পিছনে, নারুলী কৃষি ফার্মের কাছে, নামাজগড় কবরস্থান এলাকার ধারে সড়কে, পুরনো বগুড়া পাওয়ার স্টেশনের কাছে, শাকপালা মোড়, গোহাইল রোডের খান্দার এলাকা, চেলোপাড়া ব্রিজের কাছে, জামিলনগর এলাকার ভিতরে, মোহাম্মদ আলী জেনারেল হাসপাতালের পিছনে ঠনঠনিয়া এলাকা, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আশেপাশে এলাকা রাতে ছিনতাইকারীর অভয়ারণ্যে পরিণত হয়।
×