ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বঙ্গবন্ধুর দূরদর্শিতায় ৭ মার্চের ভাষণ আজ দলিল’

প্রকাশিত: ০৪:১১, ৬ ডিসেম্বর ২০১৭

‘বঙ্গবন্ধুর দূরদর্শিতায় ৭ মার্চের ভাষণ আজ দলিল’

জবি সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শুধু রাজনীতি নয় ইতিহাস বিষয়েও অভিজ্ঞ ছিলেন। তাঁর বক্তব্যের দূরদর্শিতার কারণে ৭ মার্চ ভাষণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে দলিল হিসেবে গৃহীত হয়েছে। বাঙালীর ইতিহাস রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। তাঁর ভাষণের এই এক লাইনের মধ্যেই বিবৃত হয়েছে বাঙালী জাতির পুরো ইতিহাস। মঙ্গলবার জবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কের ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ ঘোষণা ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণে শুধু মুক্তিকামী মানুষের কথাই উল্লেখ ছিল না, সারা বিশ্বে যেখানে যেখানে নিপীড়ন, শোষণ, বঞ্চনা চলছে- তাদের জন্য এখনও প্রাসঙ্গিক বঙ্গবন্ধুর ভাষণ। পৃথিবীর কোন সংঘর্ষ আলোচনার মাধ্যমে শেষ করা- এটাও তাঁর ভাষণের একটি শিক্ষা। প্রত্যেক দেশেই সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। বঙ্গবন্ধু ভাষণে বলেছেন, সেই সংখ্যালঘুদের দায়িত্ব সংখ্যা গরিষ্ঠদের নিতে। আজকের দিনেও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ চিরভাস্মর হয়ে রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত ৭ মার্চ ভাষণ থেকে আমাদের শিক্ষা নিতে তাই আরও বেশি গবেষণা প্রয়োজন।
×